আমাদের কথা খুঁজে নিন

   

মহিলা ধর্ষকের ভয়ে 'জুজু' পুরুষরা

ভালো থেকো বন্ধুরা কথাটা শুনলে প্রথমে বিশ্বাস হবে না। কিন্তু এটাই ঘটছে গোটা জিম্বাবোয়ে জুড়ে। সংবাদ সংস্থা সূত্রে খবর, মহিলা ধর্ষণকারীদের আতঙ্কে ঘর ছেড়ে বের হতে ভয় পাচ্ছেন পুরুষ, যুবকরা। একের পর এক ঘটনায় আতঙ্কে পুলিশকেও ঘোষণা করতে হচ্ছে, পুরুষরা ভয় পাবেন না আমরা আছি। তদন্তে জানা গেছে, জিম্বাবোয়েতে এক ধরনের সংস্কার আছে যেখানে জুজু নামের এক ধর্মানুষ্ঠানে পুরুষদের শুক্র সংগ্রহ করতে পারলে মহিলাদের পবিত্র মনে করা হয়।

আর এইভাবে পবিত্র হওয়ার জন্য জিম্বাবোয়ের কোথাও কোথাও মেয়েরা শুক্র সংগ্রহের লোভে পুরুষদের ধর্ষণ করছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমেও এই অভিযোগের সমর্থনে বেশ কিছু খবর প্রকাশিত হয়েছে, যেখানে পুরুষদের একা পেয়ে একদল মহিলা ধর্ষণ করে পালিয়েছে বলে খবর। স্থানীয় এক মহিলা সুশান ধিলওয়া জানচ্ছেন, কয়েকদিন আগেই সে ও তার বন্ধুরা গাড়ি করে ফিরছিল। রাস্তায় কয়েক জন অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকা ছেলেদের লিফ্ট দিতে চেয়েছিল সুশান, কিন্তু সেই কথা শোনা মাত্র ভয়ে পালান ওই যুবকরা। ১৯ বছরের সুশানের বক্তব্য, ' মেয়েদের দেখলে ছেলেরা এখন জুজুর মত ভয় পাচ্ছে।

জিম্বাবোয়ের ছেলেরা মেয়েদের হাত ধরতে রাজি হচ্ছে না। মেয়েরা কখনও কখনও নেশা করে বন্দুক হাতে হাইওয়ের ধারে দাঁড়িয়ে থাকছে পুরুষ 'শিকারের' জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, ক'দিন আগেই তিন বোনের বিরুদ্ধে জোর করে এক পুরুষের সঙ্গে ধর্ষণের অভিযোগ ওঠে জিম্বাবোয়েতেই। এবং জিম্বাবোয়ে পুলিশের কাছে এই রকম অভিযোগ প্রতিদিনই আসছে। আশঙ্কার কথা, জিম্বাবোয়ের আইনে মহিলা ধর্ষকদের শাস্তির কোনও বিধান নেই (সূত্র-- এএনআই)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।