গোলাম আযমের ছেলে আমান আযমী কি হত্যার হুমকি দিল ?
আচ্ছা প্রথমে জিজ্ঞাসা করি যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছেন তাদের কে ,
ভাই আপনার সামনে যদি একটা রাজাকারের পোলা একজন মুক্তিযোদ্ধাকে দেশপ্রেম শেখায় আপনার কেমন লাগবে ?
আপনার সামনে যদি সে শেখায় যে আমাদের সরকারের কোন বাহিনীকে কিভাবে সম্মান করতে হবে তবে কেমন লাগবে যখন তার বাপ এখন দেশের শীর্ষযুদ্ধাপরাধী এবং জেলে ?? কেমন লাগবে আপনার ?
তাকে কি পালটা কোন প্রশ্ন করার ইচ্ছা জাগবে নাকি হাত থাকতে মুখ কেন ।
একজন বয়জোষ্ঠ মুক্তিযোদ্ধাকে গোলাম আযমের ছেলে শেখাচ্ছিল বা শাসাচ্ছিল আমার সামনে ।
ব্যাপারটা ছিল এমন যে একটা গ্রুপ মেইল সেই মুক্তিযোদ্ধা দেন ।
যেখান জামাত বিএনপি সম্পর্কে একটা কথা তিনি বলেন , তা হল --
You know that, in past, even General Harun (Ex Chief of army Staff,
veteran FF and General Secretary Of Sector Commanders Forum) was
helpless when most of the Army administration manipulated the 2001
election atmospheres, process and result!
Jamat-BNP know that this is their life and death issue!!!
Jamat-BNP will not leave any stone (Army coup d'état, indiscriminate
killing (even one or two top leaders of Jamat-BNP), bombing, price
hiking, foreign intervention, etc etc to make country unstable – so
that trial of 1971 WC and Tarek-Khaleda cannot be done
-- ব্যাস । এর পরের মেইলেই শুরু হয় গোলাম্পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আমান আযমীর কপচানী ,
সেই কপচানীর চুম্বকাংশ হল -
I would not have bothered to reply unless you talked bad about the Army, the organization I love more than my life. I am honour bound to protest your allegations against our Army. You should not have shown the audacity to blame our Army of any partisan acts! If you have any proof that "Army administration manipulated the 2001 election atmosphere, process and result", as you claimed in your mail, you better make that public. Otherwise, you must apologize for blaming our patriotic Army.
এই চুম্বকাংশের আকর্ষনের পরে আমি একটা ওষুধ দেই আর কি ।
আপ্নারাই বলেন এইডা কি ভুল করছি ?
এই আজমি আওয়াজ নীচে । মায়ের থেকে মাসীর দরদ বেশী নাকি ? আনু ভাই একজন বাংগালী এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক । আর তুমি হইলা গোলাম আযমের পোলা । তুমার কাছে কি দেশপ্রেম শিখতে হবে ? রাজাকারের বাচ্চা দেশপ্রেম তোর বাপরে শিখাইতে পারিসনাই ?
আনু ভাই
আর্মি নিয়া বলুক আর বিডিয়ার নিয়া বলুক সে পুরা অর্গানাইজেশন মীন করে নাই । আর্মি বলতে সে ঐসব অফিসারই বুঝাইছে যারা জরিত ছিল।
এইটা হল কথা বলার একটা প্রচলন বাংলাদেশের আঞ্চলিকতা ।
তুমি তো তোমার বাপের মত পাকিস্তানের কালচার আডপ্ট করছ , নিজের দেশের কালচার আডপ্ট করলে তুমি এইটা বুঝতা । যাক , সেইসব কথা গূরেবালির প্রাসাদ , কথা হল ঘারের রগ চটকাইয়া ছিড়া ফালাবো তোমার বেয়াদবী করলে । মায়ের চেয়ে যে বেশী ভালবাসে সে হল ডাইনী । তুমার ওই ডাইনি গিরি তুমার পেয়ারের পাকিস্তান যাইয়া মারাওগা ।
সাবধান । আমরা এখনও মরিনাই ।
ব্লগার ভায়েরা আমার আপ্নারা বলেন আমি কি খারাপ কিছু কইছি ? যাউকগা সেই কথা । তার পরে গোলামপুত্র আমান আযমী আমাকে একটা মেইল দেয় যা কিনা আমার কাছে হত্যার হুমকি বা তার থেকেও হিংস্র মনে হচ্ছে । মেইল্টা দেখেন –
I am not sure if you are an educated/ literate person, because an educated, literate person speaks polished language, NOT indecent one. Even if you may have a lot of degrees, those degrees could not make you an educated person.
You reflect what you are by the way you speak. It's a pity that you ONLY reflected your stock/ breed by using filthy/ abusive language. Sorry, but the TRUTH is always stranger than fiction. I'm waiting for your next mail!!!
I wonder where you live! In Bangladesh? Or abroad? If abroad, since when?
Remain A-L-I-V-E!!!!!!!!
Always ........ All Ways ..... .
- Brigadier General (Ex) A. Amaan AZMI
ndc (BD); psc (BD); psc (Malaysia)
কথা হচ্ছে - I wonder where you live! In Bangladesh? Or abroad? If abroad, since when?Remain A-L-I-V-E!!!!!!!!
মানে আমি এখনও বাইচ্যা আছি এইটা দেখে বিস্ময় প্রকাশ করছে ।
মানে কি ? তার বাপেরে রাজাকার বলার লাইগ্যা আমার এতখন মইর্যা যাওয়া উচিত ছিল ??
আর যেহেতু মরিনাই সেহেতু উনি ………….. মানে একটা Hidden Text কি এর মধ্যে আছেনা ??
২ বছর আগে জামাত-শিবিরের লোকেরা আমার বাসায় আসছিল মাঝরাতে আমাকে জবাই করতে । ঘটনাচক্রে / আক্সিডেন্টালি জবাইটা হয়নাই । এই নিয়ে থানায় অভিযোগও করা হয়েছিল । মানে সেই ঘটনার বিস্ময় প্রকাশ কি এটা নাকি কোন নতুন ঘটনার জন্মের পায়তারা ?? ভাই আপনাদের বিবেচনা কি ?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।