দু’শো বছর গোলামীর পর,
কেটে গেছে আরও অর্ধশত বছরেরও বেশি;
চলছে টিকে থাকার লড়াই,
‘গোলামী’ নিজের লেবাস বদলেছে বিভিন্নভাবে,
সরকারী,ব্যাক্তিগত, দলীয়, ধর্মীয়,কর্পোরেট,
কালচার,আরও বিভিন্ন লেবাস;
‘প্রতিযোগিতা’ এখন শুরু হয়েছে ‘পদলেহন’ থেকে ‘পোঁদ লেহন’এর।
অনুভূতি,নিষ্ঠা,সততা,দায়িত্ব, কর্তব্যের চোটি পাটি গোল করে,
চলছে সংগ্রাম উপরে চড়ার ,
চলছে সংগ্রাম পশ্চিমা বাতাসে গা ভাসিয়ে ‘কালচারাল’ হওয়ার,
সংগ্রাম চলছে,চলবে।
সকলে বেঁচে আছে‘অন-ক্রেডিট’ জীবন,
জিভের তলায় একটা তেঁতো স্বাদ নিয়ে;
আর ‘গণতন্ত্র’ আজ শুধুই ভোটাধিকার।
জনসভায় দাঁড়িয়ে জননেতা বলছেঃ
‘সর্বস্তরের মানুষকে জানাই শুভেচ্ছা’
ওদিকে ঘোমটার আড়ালে ফিচেল হাসি হাসছে
আদি ‘ভিক্টরিয়ান মোরালিটি’;
কবিতা! তাকে তো সুকান্ত ছুটি দিয়েছে ,
বহুদিন আগে এই গদ্যময় পৃথিবী থেকে।
এইসব হল পচে যাওয়া বিবেকের,
ঝরে পড়া পুঁজ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।