আরেকটি হাবি জাবি ব্লগ!! সবাইকেই মারা যেতে হবে, সবাই একদিন বড় হবে, তার পর বুড়ো, তার পর মৃত্যু। আহ!! সবকিছুর শেষ। [চিন্তা করতেই কেমন করে উঠে মন]
সবারই তো একই পরনতি। সবাই একই পথের পথিক। এখন সহজেই সব কিছু ছবি তুলে রাখা যায়।
আগের কিছু ছবি দেখে এ সত্য অনেক স্পষ্ট হয়ে উঠলো। কেমন করে উঠলো মনটা। আমাদের ভার্সিটির কালচারার প্রোগ্রামের কিছু ছবি। ঐখানে অনেক বড় ভাই ছিল যারা এখন নেই। দেখাও হয় না, আর হয়তো হবে ও না।
অনেক স্যারকে অনেক জোয়ান দেখাচ্ছিল কিন্তু আজকের সাথে মিলিয়ে দেখলাম স্যারেরা অনেক বুড়ো হয়ে গেছে। কয়েকদিন পর আমাদের ছেড়ে চলে যাবে। আমার স্কুল এর প্রধান শিক্ষন নাকি আর নেই। আরো অনেক শিক্ষকই নেই। নেই বাড়ির অনেক মুরুব্বি।
আজ বাড়ি গেলে অনেক খারাপ লাগে। সব যেন ফাকা ফাকা মনে হয়। হয়তো বাড়ি আমাকে চিনে না না হয় আমি। বাড়ির প্রতি একটুও আকর্ষন নেই। আমি মিথ্যের পেছনে দোঁড়াই, দোঁড়াচ্ছি এবং দোঁড়াবো এভাবে সবাই।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।