আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগারদের মুক্তি দাও, নইলে আমাকেও জেলে নাও।

জোর হোক শুধু গলার আওয়াজ, গায়ের জোরটা তোলাই থাকুক ব্লগারদের বেআইনি ভাবে আটকে রেখেছে অনেকদিন। তাদের অপরাধ জামিন-যোগ্য। এর আগে একই ধরনের অপরাধে জামিন হয়েছে। কিন্তু অজানা কারণে - ব্লগারদের জামিন দেয়া হচ্ছে না। দেশের আইনে অপরাধ করলে সাজা হবে, আমরা সেটার বিপক্ষে না।

কিন্তু বেআইনি ভাবে, শুধুমাত্র নির্যাতনের জন্য জেলে ভরে রাখা হবে - সেটা মানা যায় না। এই আচরণকে আইনি শাসন বলে না। এটা শুধুমাত্র কিছু লোককে খুশি করার জন্য - আইন নিয়ে ছেলেখেলা। বিচারের নামে - বেআইনি নির্যাতন। নির্যাতনের খড়গ আজ ওদের উপর, কাল আমার উপর আসছে।

পরশুদিন আপনাকে কুটুম বলে খাতির করবে না। জেলের যাবার জন্য, বসে বসে অপেক্ষা করার চেয়ে - প্রতিবাদ করবো। জেলে যাওয়ায় যদি নিয়তি হয়, দেরি করে লাভ কি? তাই আগামী কাল - কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়ে দাঁড়াব। দুপুর ৩ টায়। আমরা বলব: ব্লগারদের মুক্তি দাও, নইলে আমাকেও জেলে নাও।

আপনার যদি সমর্থন থাকে তবে : - ফেসবুকে স্ট্যাটাস দিন, টুইট করেন, ব্লগে ব্লগে জানান। - সময় হলে - কাল দুপুর ৩ টায় চলে আসুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.