আমাদের কথা খুঁজে নিন

   

এবার আশা করি সব বিতর্কের অবসান হবে

PAKISTAN REJECTS ALLEGATION OF PROVIDING FUNDS TO BNP Responding to a question about news reports in some sections of the Bangladeshi press to the effect that a former Director General ISI had admitted that the ISI had financed the Bangladesh Nationalist Party during the general elections in Bangladesh in 1991, the Spokesman said that these news reports were not only totally baseless but also part of mischievous efforts to damage the brotherly and mutually beneficial Pakistan-Bangladesh relationship. He added that Pakistan strictly adhered to the principle of non-interference in internal affairs of other countries and that it would be ill-advised to give credence to such false, misleading, and self-serving stories. দেখুন আইএসআই থেকে বিএনপির টাকা নেয়ার খবর সঠিক নয়: পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসআইয়ের কাছ থেকে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির টাকা নেয়ার খবর সঠিক নয় বলে জানিয়েছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সাবেক আইএসআইয়ের প্রধানকে উদ্ধৃত করে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টিকে (বিএনপি) অর্থায়নের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর সঠিক নয়। খবরগুলো শুধু ভিত্তিহীনই নয়, এটা বন্ধুপ্রতিম বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নষ্ট করার অপচেষ্টা। পাকিস্তান অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপকে কঠোরভাবে এড়িয়ে চলে।

এ ধরনের অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট খবর প্রকাশ থেকে বিরত থাকারও আহবান জানাচ্ছে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়। ” দেখুন যা বলিনি, তা আমার নামে চালিয়ে দেয়া হচ্ছে: দুররানী পাকিস্তানের পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল অব. মোহাম্মদ আসাদ দুররানী বাংলাদেশের সাপ্তাহিক পত্রিকা হলিডে-কে এক সাক্ষাৎকারে বলেছেন, “পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেয়া আমার সাক্ষ্যে তহবিল জোগানো নিয়ে যা বলেছি, তাতে পাকিস্তানের বাইরের কোনো রাজনৈতিক দলের নাম মোটেও ছিল না। ’’ তিনি বলেন, ‘‘আমি আদালত কেন, অন্য কোথাও এ ধরনের কোনো কথা বলিনি। আমাকে কেউ এ ধরনের কথা জিজ্ঞাসাও করেনি। এটা নিয়ে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ বানোয়াট।

’’ ঢাকা থেকে ২২ মার্চ আসাদ দুররানীর এই সাক্ষাৎকারটি টেলিফোনে নেয়া হয় এবং আজ শুক্রবার হলিডে’তে তা প্রকাশিত হয়। তিনি হলিডে-কে বলেন, ‘‘এটা শুনতে খুবই দুঃখজনক যে, পাকিস্তানের বাইরের কয়েকটি মিডিয়া আমাকে জড়িয়ে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ ছাপিয়েছে। আমি পাকিস্তানের সুপ্রিম কোর্টে দেয়া সাক্ষ্যে যা বলিনি, তা আমার নামে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। ’’ সাক্ষাৎকারে বিএনপিকে তহবিল জোগানোর সংবাদটিকে তিনি ‘মিথ্যা তথ্যের ভিত্তিতে গড়া জাল প্রতিবেদন’ বলে দাবি করেন। জেনারেল দুররানী বলেন, ‘‘খালিজ টাইমসের কোনো সাংবাদিক আমার সাথে কখনো যোগাযোগও করেননি।

’’ উল্লেখ্য, বর্তমানে আসাদ দুররানী অবসর জীবনযাপন করছেন। ৭১ বছর বয়সী এই জেনারেলের জন্ম পাকিস্তানের গ্যারিসন শহর রাওয়ালপিন্ডিতে। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও তিনি জার্মানি ও সৌদি আরবে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেন। স্বীকৃতিস্বরূপ পাকিস্তানের রাষ্ট্রীয় খেতাব ‘হিলাল-ই-জুরাত’ ও ‘হিলাল-ই-ইমতিয়াজ’ প্রাপ্ত হন তিনি। জেনারেল দুররানী পাকিস্তান সেনাবাহিনীর অ্যাডভোকেট জেনারেল ও বিচারক ছিলেন।

দেখুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.