হিংস্র কিছু শকুন আজ খামছে ধরেছে মানবতার পতাকা...জেগে উঠার এইতো সময়...
একটা সময় বাংলাদেশ ক্রিকেট,ফুটবলে সবকিছুতেই নবীন ছিলো। বাংলাদেশের বাইরে তাই আরো একটা টিমকে সবসময় ক্রিকেট বা ফুটবলে সাপোর্ট করতাম টুর্নামেন্টের মজা যেন শেষ না হয়ে যায়। শেষ বছর দশেক ধরেই সেটার আর দরকার হয়না। টাইগাররা প্রায়ই আমাদের বিভিন্ন খুশির উপলক্ষ এনে দেয়। শত কষ্টের মাঝেও সেই খুশিতে মনটা ভরে উঠে।
আবার নতুন করে বাঁচার শক্তি পাই।
ব্রাজিল টিমের একজন সাপোর্টার আমি সেই ছোটবেলা থেকেই। ফাইনালে উঠে হেরে গেলো ৯৮ এর বিশ্বকাপে। কি যে খারাপ লাগছিলো।
সাদাকালো টিভিতে দেখেছিলাম সেই বিশ্বকাপ।
রোনালদো,কাফু,কার্লোসদের সাথে আমিও কেঁদেছিলাম সারারাত। কি যে খারাপ লাগছিলো।
ভাত খাইনি পরদিন। মা জোর করেও খাওয়াতে পারেনি। অবুঝ বালকের সেই কান্না।
অনেকদিন পরে আবারো কাঁদলাম। দেশের জন্য। এই কান্না আনন্দের। এই কান্না কষ্টের নয়। টাইগাররা তোমাদের সশ্রদ্ধ সালাম।
তোমরাই এ যুগের মুক্তিযোদ্ধা। হার মানোনি তোমরা। পাকিস্তান হয়তো এশিয়া কাপ জিতেছে। তোমরা জিতেছো বিশ্ব। আমার তো মনে হয়না এর চেয়ে খুশির কিছু আমাদের হতে পারে।
আর তোমাদের কেউ তুচ্ছ করে বলবে না... এই দেশ বাংলাদেশের চেয়ে ভালো ক্রিকেট খেলে। ইন্ডিয়া বলবেনা এটা আপসেট ছিল। বাচ্চারা সুপারম্যান,ব্যাটম্যান এর নাম ভুলে যাবে সাকিব তামিমকে দেখলে। তোমরাই আমাদের জাতীয় বীর।
তাই এই কান্না বিজয়ের।
বিশ্ব হৃদয় জয় করার আনন্দের।
সাবাশ বাংলাদেশ!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।