আমার মাথায় সবসময় উল্টাপাল্টা চিন্তা ঘুরাঘুরি করে, এগুলার অনেক গুলার কোন মানে নাই। এই ব্লগ সেগুলার কালেকশন।
আমরা প্রায় সবাই আমাদের বাবা-মা, ভাই-বোনকে ভালবাসি। তাদের জন্য আমাদের চিন্তা হয়। বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজনরাও আমাদের ভালবাসার আয়ত্তে পড়ে।
এদের দুঃখ কষ্টে আমাদেরও কষ্ট হয়, আনন্দে ভালো লাগে।
আরো এক ধরনের ভালবাসা আছে। আমি একে প্রেম নাম দিলাম। এখানেও আমরা অন্যের আনন্দে আনন্দিত হই, দুঃখে দুঃখিত হই। কিন্তু আমরা এদের জন্য আরো অনেক কিছু করে ফেলি যা এদের চেয়ে যাদের বেশি সময়ের জন্য ভালবাসি তাদের জন্যও করি না, বরং এসব কাজের ফলে তাদের ক্ষতি হলেও আমরা মাঝে মাঝে পরোয়া করি না।
এখন আমার মাথায় প্রশ্ন আসে, তাহলে কি এই প্রেম?? পৃথিবীর মহান মহান মনিষীরাও এর উত্তর দিতে পারে নাই, আর আমি তো কোন ছার। এটা কি এতই মহান যা আমাদের যে কোন কিছু করার শক্তি দেয়? হয়তো বা, হয়তো বা। কিন্তু আমি অনেক প্রেমেরই শেষ পরিণতি দেখেছি। অনেক দিন ঘুরাঘুরি, একসাথে সময় কাটানো (টাকা খরচ), অন্তরঙ্গ মুহূর্ত সৃষ্টি, কিছু কর্মকান্ড, এবং ... ছেক নামে পরিচিত - কবিদের সেই অতি আরাধ্য বস্তু(আসলে কবি(!)রা প্রেম খুঁজে এই নিয়ে আমার বিশেষ সন্দেহ আছে, তারা আসলে বিরহ-ই খুঁজে বলে আমার ধারনা)। খুব কম প্রেমই বিয়ের দিকে আগায়, আর সব সম্পর্কই যে বিয়ের পর সুখে থাকে এমনও নয়।
এখন তাহলে প্রশ্ন আসে প্রেম তাহলে যায় কই? এর উত্তর কই পাওয়া যাবে?
এখন আসি প্রেমের পরিণতি কি হতে পারে? এখনকার যুগে, মডার্ন যুগে প্রেমিক-প্রেমিকারা প্রেমের স্বার্থকতা কোথায় পায়? আমরা সবাই মোটামুটি জানি কিছু দেশ বাদে অন্যান্য দেশের প্রেমিক-প্রেমিকারা প্রেমের স্বার্থকতা খুঁজে পায় দুইজন মিলে এক আবদ্ধ ঘরে এক রাতে। এই ট্রেন্ডটা আমাদের দেশেও ঢুকা শুরু করেছে। আসলেই কি এটাই প্রেম? বিপরীত দেহটার দিকে আকর্ষণ, শারিরিক চাহিদা? বয়স বাড়ার ফলে দেহ থেকে কিছু হরমোন নির্গত হবে এবং সে কারণে একজনের প্রতি কিছু সময়ের জন্য আকর্ষণ বোধ করবে?? ব্যাপারটা কেমন লাগে না?? বিজ্ঞান প্রেমের একটা ব্যাখ্যা দাড় করাবে আর আমরা সেটাকে সমর্থন করব??
আরেক পরিণতি হচ্ছে বিয়ে। প্রেমকে আর কোন ভালবাসার সাথে মেলানো যায় না, অন্যান্য ক্ষেত্রে আমরা দেখা সাক্ষাত করব আমাদের প্রিয়জনদের সাথে, বাবা-মা, বন্ধু-বান্ধবদের সাথে, কিন্তু না, প্রেমে সেটা সম্ভব না। প্রেম যদি সত্য হয় বিয়ে হতেই হবে, এটাই মূলত বিশ্বাস।
একজন ছেলের অনেক বান্ধবী(মেয়ে বন্ধু) থাকতে পারে, একজন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে; বিয়ের পর তারা দেখা সাক্ষাতও করে, কোন সমস্যা নেই, কিন্তু প্রেম করলে বিয়ে করতেই হবে। একজন আরেকজনকে সারাক্ষণ কাছে পেতে হবে। যদিও সকাল ৮ টা থেকে রেডি হও অফিসের জন্য, ৬টার দিকে ফেরত আস, রাতে ঘুমানো, তবুও যতটুকু সময় পাওয়া যায় কাছে থাকা, প্রেম করে বিয়ের কারণ তো তাই তো হওয়া উচিত।
কিন্তু কেন জানি অধিকাংশ প্রেমের বিয়েতেই একঘেয়েমিতা চলে আসতে দেখা যায়। আগের মত প্রেমালাপ আর হয় না, সম্পর্কটাও কেমন জানি হয়ে যায়।
কিন্তু কেন? তাহলে বিয়ে কেন হয়? শারিরিক চাহিদ মেটানোর জন্য, না বেশি সময় কাটানোর জন্য, না একটা আশা যে আমরা একসাথে থাকতে পারব?
আমি কিছুই জানি না, কিছুই না। আমার তো কোন এক্সপিরিয়েন্স নাই(অনধিকার চর্চা করলাম নাকি এতক্ষণ), যাদের আছে, যারা নিতে যাচ্ছে তারাই হযতো বা বেশি বলতে পারবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।