বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... যদি আমার ডাক্তার আমাকে বলে যে আমি আর ছয় মিনিট বাঁচব, আমি একটুও ঘাবড়াব না। আরও দ্রুত টাইপ করতে শুরু করব। আইজ্যাক আসিমভ মার্কিন লেখক বইয়ের একটি ভালো দিক হলো, মাঝেমধ্যে সেগুলোতে চমৎকার সব ছবি থাকে। জর্জ ডব্লিউ বুশ সাবেক মার্কিন প্রেসিডেন্ট আকৃতির কারণে মা-বাবাদের সামলানো মুশকিল হয়ে যায়। পি জে ও’রর্কে মার্কিন রম্যলেখক আমি একটি হার পরে থাকি, কারণ আমি জানতে চাই আমার মাথা নিচের দিকে, পা ওপর দিকে কি না। মিচ হেডবার্গ মার্কিন কৌতুক-অভিনেতা উচ্চতার কারণে আমি একটি দাবা দল গড়তে ব্যর্থ হই। উডি অ্যালেন মার্কিন চলচ্চিত্র পরিচালক কোটস ডটকম ও ফানি কোটস ডটকম অবলম্বনে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।