আমাদের কথা খুঁজে নিন

   

গুণীজন কহেন – সেপ্টেম্বর ২৪, ২০১২

কখনো কি খেয়াল করেছেন, কেউ আপনার চেয়ে ধীরে গাড়ি চালালে সে হয় বোকা আর কেউ দ্রুত চালালে সে হয় উন্মাদ? জর্জ কার্লিন, মার্কিন কৌতুক অভিনেতা
এটা কি চিন্তার বিষয় নয় যে চিকিৎসকেরা যা করেন, তাকে তাঁরা বলেন ‘প্র্যাকটিস’? জর্জ কার্লিন, মার্কিন কৌতুক অভিনেতা
স্কুল থেকে শিখে আসা সবকিছু ভুলে যাওয়ার পর যা থাকে, তা হলো শিক্ষা। অ্যালবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী
পাগলামো: একই জিনিস বারবার করা এবং ভিন্ন ভিন্ন ফলাফল আশা করা। অ্যালবার্ট আইনস্টাইন, জার্মান বিজ্ঞানী
যে ব্যক্তি প্রথম পাথর ছুড়ে মারার বদলে কথা বলেছিল, তাকে দিয়ে সভ্যতার শুরু হয়েছিল বলে ধরে নেওয়া যায়। সিগমন্ড ফ্রয়েড, মনোসমীক্ষণের জনক, অস্ট্রিয়ান নিউরোলজিস্ট
চিত্রকলা হলো এমন শিল্প, যা সমতল (ক্যানভাস) জায়গাকে রোদ বৃষ্টি থেকে রক্ষা করে এবং সমালোচকদের সামনে মেলে ধরে নিজেদের। অ্যামব্রোস বিয়ার্স, মার্কিন সাংবাদিক
আপনি ভুল করবেন—এমন কোনো জিনিসের কখনো অভাব হবে না। এডওয়ার্ড এ মারফি, মার্কিন প্রকৌশলী, বিখ্যাত মারফি’স ল সমগ্রের জনক।
সূত্র: দৈনিক প্রথম আলো, সেপ্টেম্বর ২৪, ২০১২

সোর্স: http://www.ebanglajokes.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.