আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে আরও ৪ মামলা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশের বিভিন্ন জায়গায় গত সোমবার হেফাজতের তাণ্ডবের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে তিনটি মামলার বাদী পুলিশ ও একটির বাদী র্যাব। গতকাল মঙ্গলবার গভীর রাতে মামলাগুলো করা হয়।
এর আগে এ ঘটনায় সোনারগাঁ থানায় পাঁচটি মামলা হয়েছে। ওই মামলাগুলোতে ৩১ জনকে সুনির্দিষ্ট করে এবং অজ্ঞাতনামা কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে।



সিদ্ধিরগঞ্জ থানার ৪ মামলা
গত সোমবারের নৃশংসতায় দুই পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে দুই-তিন হাজার লোককে অজ্ঞাত আসামি করা হয়।
ওই দিন তিনজন সাধারণ মানুষ নিহতের ঘটনায় এসআই আতাউর বাদী হয়ে আরেকটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, হেফাজতের, জামায়াত-শিবির ও বিএনপির কর্মীদের গুলিতে এই তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছে। মামলায় কারও নাম উল্লেখ করা না হলেও অজ্ঞাত কয়েক হাজার মানুষকে আসামি করা হয়।


শিমরাইল পুলিশ বক্স ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একই থানার এসআই ফরিদ বাদী হয়ে অপর মামলাটি করেন। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করে কয়েক শ লোককে আসামি করা হয়।
এ ছাড়া র্যাব-১১-এর উপসহকারী পরিচালক শ্রীকান্ত ত্রিপুরা বাদী হয়ে চতুর্থ মামলাটি করেন। মামলায় সরকারি কাজে বাধা ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগ এনে ৩৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত-আট হাজার লোককে আসামি করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


গত সোমবারের ওই নৃশংসতায় পুলিশ ও বিজিবির দুজন করে সদস্যসহ ২২ জন নিহত হন। এ ছাড়া সংঘর্ষ চলাকালে হামলাকারীরা কাঁচপুর হাইওয়ে থানা ও পুলিশ ফাঁড়ি, সিদ্ধিরগঞ্জের শিমরাইলের পুলিশ বক্স, তিতাস ও ডেসকোর কার্যালয় এবং কুয়েত প্লাজা মার্কেটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ ও বিজিবির তিনটি গাড়িসহ ২০টি যানবাহনে আগুন দেওয়া হয়। হামলাকারীরা বিজিবির দুটি রাইফেল ও পুলিশের একটি রিভলবার ছিনিয়ে নেয়। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.