আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানে আগুন, মৃত ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগার ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে কাভার্ডভ্যানটি পেছন থেকে ধাক্কা দিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ বুধবার সকালে উপজেলার কেওঢালা এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
মারা যাওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

তাঁরা কাভার্ডভ্যানের চালক ও চালকের সহকারী হতে পারেন বলে ধারণা করছে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল ইমতিয়াজ জানান, আজ সকালে কেওঢালা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে পেছন থেকে কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলে ভ্যানের ভেতরে থাকা দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এক পাশে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ কাভার্ডভ্যানটিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।


ওসি জানান, ট্রাক ও কাভার্ডভ্যানটি থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.