নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে শ্রমিকবাহী একটি বাসে গানপাউডার ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। এসময় বাস থেকে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পাঁচজন শ্রমিক আহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের সামনে নারায়ণগঞ্জ-আদমজী-ডেমরা সড়কে এ ঘটনা ঘটে।
এদিকে জানা গেছে, ডিএনভি ক্লোথিং লিমিটেডের শ্রমিকবাহী বাসটি সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের সামনে এলে গানপাউডার ঢেলে আগুন ধরিয়ে দেয় কয়েকজন যুবক। বাসে থাকা শ্রমিকেরা দ্রুত নামতে গিয়ে পাঁচজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।