নারায়ণগঞ্জে ভুল চিকিৎসায় আজান (হাসান) নামের ১৯ মাস বয়সী এক শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাতে শহরের ডনচেম্বার এলাকায় অবস্থিত একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত আজান ফতুল্লার ভোলাইল এলাকার নুর হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় নিউমোনিয়ায় আক্রান্ত শিশু হাসানকে নিয়ে তার বাবা-মা শহরের কালিরবাজার স্বর্ণপট্টির কাছে এক ডাক্তারের কাছে নিয়ে যান। ডাক্তার একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন এন্টিবায়োটিক ইনজেকশন কিনে ডনচেম্বারের মেডিস্টার জেনারেল হাসপাতালের নার্সের মাধ্যমে পুশ করার পরামর্শ দেন। এসময় শিশুটিকে অর্ধেক মিলির পরিবর্তে ১ মিলি ইনজেকশন পুশ করলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে মেডিস্টার জেনারেল হাসপাতালে অানার পর সে মারা যায়।
শিশুটির বাবা এ ঘটনায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।