আমাদের কথা খুঁজে নিন

   

এইরকম জোকার পাওয়া আসলেই চাট্টিখানি কথা না !!!

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. "" সামু তে স্পেশাল দিনে আসলেই হাজারো সিরিয়াস মোমেন্টের মাঝে নির্মল বিনোদন খুঁজে পাইতে কোনই কষ্ট হয়না যদি আপনি খুঁজে পান আস-শিফ দাদার কোন লেখা, খুবই প্রীত হতাম যদি তার লেখার সাথে লাইভ ভিডিও মাঝে মাঝে আপলোড হইতো, উনার লেখা পড়লেই আমার চক্ষে ভেসে উঠে চার্লি চ্যাপলিনের সবাক ইমেজ, উফ।। এতো রস,কষ,সিঙ্গারা আর কোত্থাউ পাবেন না, প্রমিজ । তার আগে ভালোই সেন্স ছিল, এখন তার সাথে বেশ হিউ-মর ও যুক্ত হইছে, যদিও দুইটার টাইমিং টা একটু আধটু মিস হয়, আপনি যদি গভীর মনোযোগের সাথে ( ভারতমাতার কসম, এইরকম কইরেন না ) তার লেখা পড়ে থাকেন কিছু বৈশিষ্ট্য খুঁজে পাবেন বোধহয়ঃ ১ , তিনি চমৎকার সাহিত্যপ্রেমী, ভাষার সুনিপুণ ভাঁজ তার কথায় । তিনি নাকি অনেক সহজে অনেক কিছুই লিখেছেন। ( যদিও তার কথার আগা মাথা তার প্রভু ডারউইনের বান্দরের জাত ছাড়া বুঝা দায়, রবি ঠাকুর বলেছেন "সহজ কথা যায় না বলা সহজে" তাই আলোচ্য দাদার যুক্তি মানতে হবে বৈকি ) ২, তিনি ধর্মপ্রা-আআআআআণ একজন মানুষ ; আপনারা হুদাই তারে ভুল বুঝেন, উনি তো যেসব অতীব শিক্ষামূলক পোস্ট দেন ওগুলার শেষে "just jokiing" টা উহ্য রাখেন , এই আর কি; উনার নাম টা ই খেয়াল করেন খালি, আশ-শিফ , শুনলেই মনে হয় ইবনে বতুতা কিংবা আল-বেরুনীর দূর সম্পর্কের নামাতো ভাই। ৩, তিনি প্রচণ্ড ভারতবিদ্বেষী একজন মানুষ, বিশ্বাস হয়না ? আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তাহলে খালি বইলা দেখেন "ভারতমাতা" ; উনি আপনারে এমন চুম্মা দিবেনা যে DOSTANA-2,3,4 এই সব গুলা পার্টের সিন লাইভ দেখবেন মিয়াহ, আছে নাকি সাহস !! যাকগা, এই মহান মানুষটার এতো বৈশিষ্ট্য একদিনে সব দিলে চলে বলেন??? এই সিরিজ অব্যাহত থাকবে কিনা আপনাদের উপর ছেড়ে দিলাম, শেষে আপনাদের সদয় অবগতির জন্য বলি, দাদার মূলমন্ত্র কি জানেন তো ?? ""ENATERTAINMENT KE LIYE KUCH BHI KAREGA "" বিঃ দ্রঃ দাদা, উপরের লাইনটা হিন্দিতে লিখতে পারিনাই বলিয়া মাইন্ড খায়েন না, আপনার কাছ থেইক্কা আইসা একদিন শিইখ্যা নিমু নে ,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.