আইসোনা....শক খাইবা.....
তামিমের যথারীতি উড়ো সেঞ্চুরি এবং কায়েসের ধৈর্য্যের পুরস্কার হিসেবে অসাধারন একটা ওপেনিং পার্টনারশীপ আসার পর, মিডলঅর্ডার ব্যাটারদের কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রেশার ছাড়া খেলতে পারে। কিন্তু আশরাফুল নামের প্রতিভাবান(??!!) ব্যাটসম্যান সহ অন্যরা কি সেকথা ভুলে গিয়েই ব্যাট করতে নামেন?? মনে হয়, তাই। নইলে ১ উইকেট এ ১২৬ থেকে ৯ উইকেট এ ২২৯ রান!!! এ কেমন চেহারা দলের ইনিংসের????
লর্ডসেও সাকিব আশরাফুলরা দলকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। ওল্ড ট্রাফোর্ডেও তাই। ফলাফল, ভালো একটা রিপ্লাই দেবার স্বপ্নটা স্বপ্নই থেকে যাওয়া।
এইমাত্র ফলোঅন থেকে ৪ রান দূরে বাংলাদেশ এবং শেষ ব্যাটসম্যান হিসেবে শাহাদাত আউট। বাংলাদেশ অলআউট ২২৯ রানেই।
এইরকম ক্রিকেট খেলে বলেই কি বাংলাদেশেকে নিয়ে তাচ্ছিল্য করার সাহস পায় বয়কটরা?
তামিমদের অতিমানবীয় ইনিংসগুলোও দাঁতভাঙ্গা জবাব হয়ে উঠতে পারেনা, সাকিব আশরায়লদের কল্যানে??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।