আমাদের কথা খুঁজে নিন

   

এইরকম শীতের ফুর ফুরে দিন ছিলো

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। এই রকম শীতের দিন ছিলো ; এই রকম ফুরফুরে দিন, অলস বিকেলের ধুঁ ধুঁ মাঠের দিগন্ত ছিলো, আর কী যেন পাওয়ার আনন্দ ছিলো দেহমনে ! কৃষাণীর পিঠা পার্বনের উৎসব ছিলো ; আর তুমি ছিলে অনাঘ্রাত এক ফুল। লতাপাতায় মোড়ানো অরণ্যফলের মতোন - তুমি ঢেকে রেখেছিলে তোমার ঐশ্বর্য ; বনের বিচিত্র পাখীসব তা দেখে লেজ নেচে নেচে কী যে ফুরৎ ফুরৎ উড়তে বিহ্বলের তাড়নায়- তোমার থেকে বিচ্ছূরিত হচ্ছিল প্রাকৃতিক ঘ্রাণ : আমি যেন কল্পনায় পাখনায় মিশে যেতাম ঝর্ণার জলে।

নাটোরের লেক মনে আছে অরণী ? মনে আছে অলস বিকেল, মনে আছে অরণী তোমাকে ; মনে আছে তোমাকে : আমাদের মন শুধু বুড়িয়ে গেলো, আর তোমার খুলে গেলো বিনুনি। তবু চেতনায় তুমি ফিরে এলে মনে হয় : এই তো ধব ধবে সাদা শার্ট পরা এক কলেজ ছাত্র আমি ; আর কিশোরীর খোলস পাল্টানো আমার সেই তুমি অরণী। ১৪.১২.২০১২ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.