হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। বিশাল বাংলো বাড়ির সাম্মনের লনে বসে আছেন মিষ্টার আলু চৌধুরি। সন্ধ্যাটা ঊনি এখানে বসেই চা-পান করেন, কারন এই তার ঠিক সামনে বাড়ির এক অষ্টাদশী লাস্যময়ী তরুনী ঘরে ফিরেন। তবে মিষ্টার আলু চৌধুরি সংসারি মানুষ, মনে কিছু খায়েশ থাকলেও স্ত্রীর রণমুর্তির সামনে কিবা করার আছে? তাই শুধুই দুই নয়নের তৃষ্ণা মেটানো।
আজ মনে একটু বেশী ফুর্তি, তার স্ত্রী আজ বাসায় নেই।
সুন্দরী ললনারা কেন সব সময় দূরে দূরে থাকে সেটা নিয়ে ভাবছেন। এমন সময় সেই মেয়ের আগম্ন। তিনি চোখের তৃষ্ণা মিটিয়ে থাকেন। সুন্দরী বাসায় ঢুকে কিছুক্ষন পর বের হয়ে আসে, সাথে তার কুকুর। মি> চৌধুরি একটু অবাক হন, এরকম আগে দেখেন নি।
তার অবাক হবার মাত্রা ছাড়িয়ে যায় যখন দেখেন মেয়েটি সোজা তার দিকেই আসছে। তার কাছে চলে মেয়েটি, যদিও কুকুরটির জন্য একটু ভয় ভয় লাগছে, কিন্তু নিজের ভাগ্যের উদারতায় খুশীই হন তিনি।
আমি এই মাত্র বাসায় ফিরলাম। আজ মুড খুব ভাল, আজ একটা বিশেষ দিন। আজ সারা রাত অনেক মজা করব।
পান হবে, ফান হবে। আপনি আজ রাতে ফ্রি আছেন তো?
মিষ্টার আলুর পোয়া বার। প্রকৃতি কত দয়াবান! এমন সৌভাগ্যের দিন, আজ রণমুর্তি স্ত্রীও ঘরে নাই! শশব্যাস্ত হয়ে বলেঃ
আমি একদম ফ্রি আছি। আজ আমার স্ত্রী ঘরে নাই। রাত বেশী হলেও কোন সমস্যা নাই।
তাহলে দয়া করে আমার কুকুরটি আজ রাত আপনার কাছে রাখুন। আমার পার্টিতে যাবার সময় হয়ে গেছে।
বড়দের কৌতুক-২
Click This Link
বড়দের কৌতুক-১
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।