আমাদের কথা খুঁজে নিন

   

বড়দের বাড়াবাড়ি

দরিদ্রতার প্রকোপে মহামারি মাতৃ স্তনেও, অবুঝ শিশু তবুও চুষে চলেছে নোনা বোঁটা। হয়তো আশা করে আছে অনাগত দুধের, ক্ষুধার্ত পেট তাই, ঘুমও দেয় ধোঁকা। মায়ের খাবার শুধু ঘাস আর মাটির পিঠা, এতে কি আর পুষ্টি আসে । কতদিন খায়নি সে গোগ্রাসে! বেঁচে থাকার মানে বাড়ানো জটিলতা। আর চাইলেই কি মরা যায়? নিজের জন্য তো নয়ই, অবুঝ শিশুর মুখ পানে চেয়ে মরা দায়। শিশুর খাবার কোথায় পাই? মায়ের আর্ত-চিৎকার কেহ শুনে না, বড়রা শুধু বাড়াচ্ছে নিজ ভুঁড়ি। ‘জাতি সংঘ’ মুখোশে ঢাকা কিনা! পৃথিবীর সবখানেতেই তাই বড়দের বাড়াবাড়ি!  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।