আমাদের কথা খুঁজে নিন

   

বড়দের পোস্ট!!!

আমার কিছু বলার ছিল

কঠিনভাবে ১৮+!!! শিশুদের নাগালের বইরে রাখুন!!!! - - - - - - - - - - - - - - - - - - খারাপ মেয়ে কম বেশি সকল এলাকায়ই আছে। তবে সবাই তাদের চেনে না। শুধু চেনে যারা এসবের ধান্ধায় থাকে আর যারা ধান্ধাবাজদের সাথী। তো, রাস্তা দিয়ে আমি আর এক বন্ধু হেঁটে আসছি এমন সময় নিতান্তই গরীব এক মেয়ে আমাদের পাশ দিয়ে যাচ্ছে। বন্ধু- মেয়েটিকে চিনে রাখ।

আমি- কেন? -মেয়েটা খুবই খারাপ। -মানে? -দুইনাম্বার। এমিনতে ভিক্ষা করে। যদি কাওরে ধরে আদায় না কইরা ছাড়ে না। সো, সাবধান থাকবি।

আর চরিত্রতো বুঝতেই পারতাছোস। -হুম। তা, তুই কেমনে চিনস? -আরে শালা কইস না। সেদিন রাস্তা দিয়া মাথায় ঘোমটা জড়াইয়া কানে হাত দিয়া আমার পিছে হাঁটতেছিল। তো হঠাৎ আমি খেয়াল করলাম এক জাদুময়ী নারীকন্ঠের আলাপ।

এতো সুন্দর ভয়েস যে তুই বিশ্বাসই করতে পারবি না। কথাগুলা এমন, "হ্যাঁ। আমি এইতো কলেজ থেকে মাত্র বাসায় যাচ্ছি। তুমি কোথায়? কেমন চলছে তোমার দিন? বাসার সবাই ভালো। জানো? ভাইয়া না ইদানিং আমায় কারো সাথে এ্যফেয়ার আছে ভেবে সন্দেহ করে।

" ইত্যাদি ইত্যাদি..... কিন্তু যেই আমি আশেপাশে দেখি ওমনি সাউন্ড অফ। অবশেষে আবিষ্কার করলাম এই মাল!!! বন্ধুর কথা শেষে অবাক হয়ে চুপ রইলাম বেশ অনেকক্ষন। বিশ্বাস হচ্ছিলো না। আবার এই ভেবেও কষ্ট পাচ্ছিলাম, কে জানে কোন ভাই এই ফাঁদে পরেছে! তারতো জীবন শেষ। এসব ভাবতে ভাবতে নির্জন ফুটপাথের পাশে দুজনে কিছুক্ষণের জন্য বসলাম।

এমন সময় একটা নারী কন্ঠের মৃদু প্রনয়ালাপ কানে আসলো। কতক্ষণ অতিবাহিত হবার পর দেখি গলি দিয়ে বাহির হলো সেই মাইয়া। কানে মোবাইল। আজ একটু আগে এক বন্ধু ফোন দিয়া কয়, -শুনছস? এক পোলারে এক মাইয়া নাকি ভালবাসার ফাঁদে ফালাইয়া সেই সুদূর চট্রগ্রাম থেইকা ঘর ছাড়া কইরা আইনা পোলার সব জিনিস নিয়া গেছে। Dedicated to: যারা মিস্টি ফোনালাপে আর চ্যাটে অচেনা অদেখা মাইয়ারে নিয়া স্বপ্ন সাজায়


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।