বিরোধী দলীয় চিফ হুইফ জয়নুল আবদীন ফারুকের নেতৃত্বে বুধবার সকাল ৯টার দিকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে মিছিলটি শুরু হয়ে মনিপুরী পাড়া ফটক হয়ে সংসদের লেকের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে হেফাজতে ইসলামের সমাবেশে নিরাপত্তা বাহিনীর অভিযানের সমালোচনা করে বক্তব্য রাখেন বিরোধী দলের সংসদ সদস্যরা।
তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিও তোলেন তারা।
মিছিলে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে মেজবাহউদ্দীন ফরহাদ, গোলাম মোস্তফা, আবুল খায়ের ভূঁইয়া, শাম্মী আক্তার, আশিফা আশরাফি পাপিয়া, নীলুফার ইয়াসমিন মনি, রেহানা আক্তার রানু, রাশেদা বেগম হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশি অভিযানে হেফাজতে ইসলামের কর্মী হতাহতের প্রতিবাদে বুধ ও বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।