আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই । প্রকম্পিত গগন, উত্তপ্ত বায়ু, থমথমে রাজপথ
প্রসারিত দৃষ্টিতে একত্ত্ববাদের শক্তিতে সত্যের জয়রথ ।
ক্ষনে ক্ষনে কেঁপে কম্পমান, দালান-কোঠা ময়দান
একত্ত্ববাদের উন্মুক্ত ধ্বনিতে, মুখরিত সংগ্রামী-প্রান ।
চারপাশ কাঁপিয়ে রোল উঠে কোটি মানবের সমবেত কন্ঠে
ইসলাম-বিদ্বেষী নিপাত করনে, মুসলিম ভ্রাতৃত্ত্বের চাঁদর সেঁটে ।
শত্রু নিধনে সংগ্রামী চেতনে গণজোয়ার সারাদেশে
ভ্রাতৃত্ত্বের চাঁদর জড়িয়ে আন্দোলনে ; সৈনিক বেশে ।
হাজারো বাঁধা, অসংখ্যা বিপত্তি তুচ্ছতায় উড়িয়ে,
অবিশ্বাসী-শয়তানদের পায়ের তলায় মাড়িয়ে,
নির্ভীক তারা ; তাগুতের বিপরীতে একত্ত্ববাদের পথে-
এগিয়ে যায়, আপন লক্ষ্যে সৌধে নির্ভার-নিশ্চিন্তে ।
ওহে, নাস্তিক-মুরতাদ শোন, একেশ্বরবাদীদের তাকভীর ধ্বনি
মুহুর্মুহু একত্ত্ববাদের ঘোষনায় ; আকাশে-বাতাসে ওঠে রনি ।
একত্ত্ববাদ অঙ্গে ঝড় তোলে, কাঁপন তোলে, জাগে শিহরন
ত্যাজদ্বীপ্ত হৃদয়ে অনমনীয়-সুদৃঢ় চেতনায় আস্তিকতার আন্দোলন ।
চৈত্রের খরতপ্ত দাহ পরাজিত আজ বিশ্বাসীদের তাপে
বিশ্বাসীদের তাকভীর হুংকারে থরথর করে পৃথিবী কাঁপে ।
লেজ গুটিয়ে ইঁদুর গর্তে, মিথ্যা-প্রগতির স্বঘোষিত ধ্বজাধারীরা
ভন্ড-প্রতারকের দল, এবার পালানোর পথ খোঁজগে তোরা ।
কোটি দেহের ধ্বমনিতে এক ও অভিন্ন ধ্বনি
গগন বিদীর্ণ করা চিৎকারে একত্ত্ববাদের তাকভীর শুনি ।
দাঁড়ি-টুপি আর আস্তিকতার সদম্ভ পদচারনায়
মূর্খতা-নীচতা, অযথা বাগাড়ম্বরতা কোথায় হারায় !
স্রষ্টার সাহায্য-সহযোগিতা আর অনুগ্রহে
ধর্মবিদ্বেষীদের অন্তরাত্মা কাঁপে ; একত্ত্ববাদ আবহে-
বাংলার অলি-গলি, মাঠ-ঘাট রাজপথ জুড়ে,
কলুষতা-নাস্তিকতা-সংকীর্নতা চিরতরে বিলীন তরে ।
___________#######_________
তোমার নিঃসংকোচ ক্ষুরধার সমালোচনা, আমার অমূল্য পাথেয় হয়ে অনাগত আগামীতে আমায় সাহায্য করবে । _লেখক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।