আমাদের দেশে সবই সম্ভব। আমরা এখন কাউকে কি বলতে শুনি যে, ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো ! না, এখন মানুষ স্বপ্ন দেখে ঠিকই কিন্তু সেটা লাখ টাকা থেকে কোটি টাকায় পৌছেছে।
কিছুদিন আগে দিনে দুপুরে সোনালী ব্যাংকের কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে ডাকাতি করে নিয়ে গেল এক অখ্যাত (পরে অবশ্য অন্যভাবে বিখ্যাত) হলমার্ক গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। এতগুলো টাকা মেরে দিয়ে দিব্যি বেচে আছে বেচারা অবশ্য জেলখানায়। আর সেখানেতো আরও লাভ থাকা খাওয়াও ফ্রি! আমাদের এমনই আইন-কানুন যে, তাকে আটকাতে নতুন করে হয়তো আইন বানাতে হবে।
এতবড় অন্যায় করার পরও যখন কারও বিচার হয় না বা সেটা হতে বছর বছর সময় চলে যায় (যেখানে আমাদের কাছে মৃত্যুদন্ড পাওয়ার সমান অপরাধ) , আর এ সব দেখে কে উৎসাহ পাবে না!
তেমনি একজন সাহসী (বাপের বেটা কিশোরগঞ্জের সোনালী ব্যাংকের প্রধান শাখায় চুরির ঘটনায় গ্রেপ্তার হাবিবুর রহমান হাবিব !
দীর্ঘ ২ বছরের প্লান এবং সুড়ঙ্গ খোড়ার চেষ্টা! সত্যিই মাস্টারপ্লান।
হাবিব কি একটুও ভাবেনি যে এটা করলে কি পরিনতি হবে তার ! কোটি টাকার নেশায় সামান্য ট্রাক এর হেলপারকে দিয়ে দেয় ৭ লাখ টাকা ! যেখানে ট্রাক ভাড়া মাত্র ১২ হাজার ।
হলমার্ক ঠিকই সবাইকে ম্যানেজ করে বেচে আছে কিন্তু বেচারা হাবিব পারলো না।
আমার একটাই দুঃখ আমরা এমন একটা দেশে বাস করি যেখানে অসম্ভব বলে কিছু নেই তবে সেটা সৎ পথে খেকে সম্ভব নয়। সৎ মানুষরা একবেলা না খেয়েও সৎ জীবন-জাপন করে আর অসৎরা কোটি কোটি টাকার পাহাড় গড়ে গড়ার চেষ্টা করে।
তবুও তারাই এগিয়ে থাকে (বিষয়টি হলমার্ককে উদ্দেশ্য করে। আমরা কবে দেখবো হলমার্কের সব টাকা আদায় হয়েছে আর ওরা রাস্তায় দাড়িয়ে ভিক্ষা করছে !!! )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।