আমাদের কথা খুঁজে নিন

   

ইরান বিষয়ে সৌদি আরবের নীতিতে পরিবর্তন !

জীবনের গল্প আছে বাকি অল্প ইরানের তেল রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে আন্তর্জাতিক তেলের বাজারে যে শূন্যতা দেখা দেবে তা পূরণ করার কোনো ইচ্ছে নেই সৌদি আরবের । নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি একজন তেল কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রীট জার্নাল। তিনি আরো বলেন, ইরানি তেল রফতানি বন্ধ হলে বাজারে যে শূন্যতা দেখা দেবে তা পূরণ করার কোনো ইচ্ছে সৌদি আরবের নেই; বা এ ধরণের ঘাটতি পূরণ করার কথাও সৌদি আরব কখনো বলেনি। অবশ্য একই সঙ্গে তিনি বলেছেন, এ ধরণের পরিস্থিতিতে বাজারে যে চাহিদা সৃষ্টি হবে তা পূরণের প্রয়োজন দেখা দিলে সৌদি আরব এগিয়ে আসবে। সৌদি কর্মকর্তার এ বক্তব্য থেকে মনে হচ্ছে রিয়াদ তার আগের অবস্থান থেকে সরে এসেছে। সৌদি তেলমন্ত্রী আলি আন নাঈমি এর আগে বলেছিলেন, ইরানের ওপর তেল নিষেধাজ্ঞার ফলে বাজারে যে ঘাটতি দেখা দেবে তা পূরণে এগিয়ে আসবে সৌদি আরব এবং গ্রাহকদের চাহিদার ভিত্তিতে প্রতিদিন ২০ লাখ ব্যারেল বা তার চেয়েও বেশি তেল উত্তোলন করবে রিয়াদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.