যাহা পড়িবেন , নিজ দায়িত্বে পড়িবেন , আপনার মন খারাপ বা ভাল খারাপ হবার জন্য লেখক কোন অবস্থাতেই দায়ী নয়। অনেক চড়াই উৎরাই পার করে বাংলাদেশের জাতীয় দলের দল ঘোষনা হল। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাঠে নামল বাংলার সূর্য তরুনেরা। আজ যে ভারতকে বধ করতেই হবে। শুরুতেই চরম বিপত্তি।
জনৈক তথাকথিত মাস্টার ব্লাস্টার করে বসল সেঞ্চুরী। দালালরা মহানন্দে ঢোল বাজাচ্ছে। ওদের ধারনা আজও বাংলাদেশ হারবে। কিন্তু যারা মরতে শিখেছে তাদের দাবিয়ে রাখবে এমন সাধ্য কার?
"আমরা কী ডরাই সখী ভিখারী রাঘবে ?"
নিশ্চিত আউট না , জেনেও আউট দেয়া হল , কীসের জন্য এত প্রীতি? তবুও বীর বাঙালীকে কোন দিন দাবিয়ে রাখা যাবে না । ওরা গর্জন করে জানান দিবেই -
যতবারই হত্যা কর
জন্মাব আবার
দারুন সূর্য হব
লিখব নতুন ইতিহাস।
আজ আমি বাক রুদ্ধ আর বাক রুদ্ধ বাংলাদেশের শত্রুরা। আমরা চাইলে পাথরের বুকেও ফুল ফুটবে আর বিজয়তো আমাদের নিত্য সঙ্গী। বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক শুভ কামনা। সেই সাথে দালালদের জন্য রইল পচা ডোবার তীব্র গন্ধম জলের শুভেচ্ছা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।