আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়

ভালোবাসি আমার মাতৃভুমিকে.......

বিজয় ঠিকি অর্জন করেছি কিন্তু তার মুল লক্ষ এখনো আমরা পৌছাতে পারিনি। ..... স্বাধীনতার বেয়াল্লিশ টি বছর পরে এসেও আমরা পারি নি আমাদের স্বাধীনতার মুল লক্ষ উদ্দেশ্য বাস্তবায়ন করতে। ক্ষুধা,দারিদ্র মুক্ত এবং শিক্ষা ক্ষেত্রে উন্নতি করার প্রয়যন ছিলো সবচেয়ে বেশী কিন্তু তা পারিনি। ন্যায়বিচার,সুশাসন এখনো প্রতিষ্ঠা হয় নি।রাতের আদারে বাসার ছাদে গুলি করে ছাদ থেকে পেলে দেয় আইন সৃংখ্লা বাহিনী । মানবাধিকার নামে কোনোকিছুর অস্তিত্ব আছে কিনা জানিনা ।..মুক্তিযোদ্ধাকে বানানো হয় রাজাকার । আর রাজাকারকে বানানো হয় মুক্তিযোদ্ধা.। যতদিন এই সব বিষয়ে বিজয় অর্জন করতে পারবো সেদিনি উল্লাস করে বলতে পারবো আমরা স্বাধীন আম্রাই বিজয়ী....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।