আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়

অজঃ নিত্য শাশ্বতোহয়ং পুরাণা; ন হন্যতে হন্যমানে শরীরে!

স্বপ্নের দেশে, পতাকায় মিশে, আজ একসুরে গাই গান! চারটি দশকে, একুশ শতকে, বাঁধি ষোল কোটি প্রাণ! দোসর কিছু, টানছে পিছু, চাইছে দিতে হারিয়ে! মাগো আমার; ছেলেরা তোমার, মানবে না হার লড়াইয়ে! বেশিদিন নয়, হবেই যে ক্ষয়, আছে শত্রুদুর্গ যত! আমাদের হাতে, কলম তো বটে, নেই যে মৃতের মত! ব্যথা দিল যা, হিসেবেই তা, ফিরিয়ে দেবো দশগুণ! জ্বলবে জেনো, দেরি কেন? প্রতিশোধের হিম আগুন! স্বাধীনতা দিয়ে, সবটুকু নিয়ে, ব্যর্থ আমরা সবাই! গান সুরহীন, পথটা কঠিন, ফেরার উপায় নাই! তাই তো আজ, না হতে সাঁঝ, শপথ নিলাম একসাথে, মাগো শোনো, থাকবে কেন? রাজাকার আর এই মাটিতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।