বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তি
লেবেল : আন্ডারগ্রেজ্যুয়েট, পোস্ট গ্রেজ্যুয়েট, ডক্টরেট এবং প্রফেশনাল ট্রেনিং/সর্ট কোর্স ।
র্প্রাথীর বয়স :
আন্ডারগ্রেজ্যুয়েট সর্ব্বোচ্চ ২৫, পোস্ট গ্রেজ্যুয়েট সর্ব্বোচ্চ ৩৫, ডক্টরেট সব্বোচ্চ ৪৫ বছর ।
ডকুমেন্ট :
এসএসসি, এইচ এস সি সনদ ও নম্বর পত্র সত্যায়িত কপি।
স্নাতক, স্নাতকোত্তর সনদও নম্বর পত্রের সত্যায়িত কপি।
মেডিক্যাল সার্টিফিকেট, নেগেটিভ এইডস/এইচ আইভি টেস্ট সার্টিফিকেট।
ডক্টরেট কোর্সের জন্য পিএইচডি ডিগ্রীর সমতুল্য সার্টিফিকেটের কপিসহ রাশিয়ান অথবা বিদেশী স্কলারের দুটি সুপারিশ পত্র।
পোস্ট গ্রাজ্যুয়েট কোর্সের জন্য উপযুক্ত কাগজপত্র সহ ভবিষ্যত গবেষণা বিষয়ক এক/দুই পৃষ্ঠার প্রতিবেদন এবং র্প্রাথীর একাডেমিক পাবলিকেশনের তালিকা ( যদি থাকে )
রাশিয়া সরকার কতৃক দেয়া আবেদন ফরমের সাথে প্রার্থীর এক কপি রঙ্গিন সত্যায়িত ছবি।
পাসপোর্টের ফটোকপি।
জন্ম সনদ এর ফটোকপি।
আবেদন ফরম, ভর্তির শর্তাবলী ও অন্যান্য কাগজপত্র পাওয়া যাবে এখানে
: Click This Link
অনলাইনে এখানে http://www.russia.edu.ru/forma/2012/ আবেদন ফরম পূরণ করতে হবে সেই সাথে আগামী ১০/৪/২০১২ তারিখের মধ্যে কাগজপত্রসহ দুই সেট আবেদন পত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠানো যাবে ।
ঠিকানা :
নাজমুল হক খান
উপ-সচিব (বৃত্তি)
২ নং গেইট, ৯ নং কাউন্টার
বাংলাদেশ সবিচালয়, ঢাকা
ফোন : ৭১৬৫০৩২
ইউ কে : ইউনির্ভাসিটি অফ ওয়েস্টমিনিসটার
বৃত্তি প্রদানের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেয়া হইবে যারা দেখাতে পারবে কিভাবে এই ডিগ্রি অর্জন করার পর নীজের দেশের উন্নয়নে অবদান রাখতে পারবেন।
Course Level:Masters
Scholarship can be taken at: UK
Study Subject(s):Courses offered by the University
The scholarship covers : full tuition fee waivers, accommodation, living expenses and flights to and from London.The criteria will be academic excellence, development potential and financial need.
How to Apply: By Post
Scholarship Application Deadline: May 31, 2012
আবেদন পত্র সংগ্রহ করুন - বিস্তারিত তাদের ওয়েবসাইটে ।
Click This Link
* বৃত্তির খবর আশেপাশের সবাইকে জানিয়ে দিন । এই পোষ্ট আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার দিন প্লিজ । বৃত্তি জেতা বড় কথা নয় অন্যকে উৎসাহিত করাই আমার লক্ষ্য ।
*
আমারে ফেসবুকে পাবেন
http://www.facebook.com/meah.usa
টুইটারেও পাইবেন
https://twitter.com/#!/meahmostafiz ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।