বাংলাদেশসহ ছয়টি দেশের নাগরিকদের বৃটেন ভ্রমনের জন্য ৩০০০ পাউন্ড (প্রায় ৩,৭৫০০০ টাকা) জামানত রাখতে হবে। আগামী নভেম্বর থেকে চালু হচ্ছে এই স্কিম। এই ছয়টি দেশকে "হাই-রিস্ক" তালিকাভুক্ত করে ছয় মাসের ভিজিট ভিসাধারীদের জন্য করা হচ্ছে এই নতুন নিয়ম। তবে অন্যান্য ক্যাটাগরির ভিসার ক্ষেত্রেও এটা চালু করার বিবেচনা রয়েছে। ভিসার অতিরিক্ত সময় অবস্থান করলেই এই টাকা ফেরত পাওয়া যাবে না। উল্লেখ্য, বর্তমান বৃটিশ সরকারের কঠোর মাইগ্রেশন পলিসির আওতায় এই নতুন স্কীম ইতোমধ্যেই ব্যাপক সমালোচনার মুখোমুখি হয়েছে এবং ক্ষতিগ্রস্থ দেশগুলো একে "অপমানজনক" বলে মন্তব্য করেছে।
দেশগুলো হলো; বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, ঘানা ও নাইজেরিয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।