প্রিয় আশ্বিন ও চিরে দেখে নিষ্ফলা জমির জরায়ু। এখানে
এর আগে কোনো আবাদ হয়েছে কি না - তা জানার জন্য
স্পর্শ করার কোনো প্রয়োজন পড়ে না।কেবল খুঁড়তে গেলেই
দেখা হয়ে যায় বৈষ্ণবী জলের পরত। কেমন শাশ্বত সন্ধ্যার
গায়ে শুয়ে আছে তাবৎ প্রেমপ্রহরের নাম ভূমিকায় অমলিন।
অর্জনের অধিক আঁধার দেখে চাঁদও বুঝে নেয় তার প্রতিপক্ষের
প্রতাপ। কিংবা দুপুরের সূর্যও যাদের জীবন ধার করে এতোদিন
দিচ্ছিল আলো , সে ও জেনে যায় ঝড়ের গৌরচন্দ্রিকা। কিভাবে
ঢেকে দেয় পথ। কতোটা ছলনার কাছাকাছি হলে প্রেমকে পবিত্র
বলে বিশেষণে ভূষিত করে নিমগ্ন নৃসাগরে ভেসে যাওয়া যায় ।
ছবি- ফরিদা জামান
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।