আমাদের কথা খুঁজে নিন

   

লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ৪

লক্ষ্মীপুরে গতকাল রাতে প্রতিপক্ষের  হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে পৌর শহরের  মধ্য বাঞ্চানগরের হোসেন মঞ্জিলে এ ঘটনা ঘটে। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসময় হোসেন মঞ্জিল থেকে স্টীলের আলমিরা ভেঙ্গে  ৩৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৭ লাখ টাকা সহ প্রায় ২২ লাখ টাকার মালামাল নিয়ে যায় বলে অভিযোগ ওই পরিবারের লোকজনের। তবে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন নিজেরাই নিজেদের ঘরের জিনিস পত্র ভেঙ্গে আমাদের  মিথ্যা মামলায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে ।

 

এলাকাবাসী জানায়,  দীর্ঘদিন ধরে কামরুল পাটোয়ারী গংদের সাথে তাদের প্রতিবেশী রিপন ও ভুলুদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন সকালে বিরোধীয় সম্পত্তিতে সীমানা প্রাচীর তুলতে যায় ভুলু ও রিপনরা। এতে পুলিশ নিয়ে বাধা দেয় কামরুল পাটোয়ারী ও তার ভাই মাকসুদ পাটোয়ারীর লোকজন। এ বিষয়ে রাতে সদর থানায় বসার কথাছিলো বলে জানায় তারা। কিন্তু এর আগে রিপন ও ভুলুদের বাসায় মাকছুদ পাটোয়ারীগংরা হামলা চালায় বলে অভিযোগ করেন তারা।

অন্যদিকে এ অভিযোগ অস্বীকার করে মাকছুদ পাটোয়ারী রাতেই লক্ষ্মীপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। এসময় তিনি বলেন বিরোধীয় সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে, হঠাৎ তারা কাজ করতে গেলে আমরা পুলিশ নিয়ে তা বন্ধ করে দেই। তাই তারা মিথ্যা বানোয়াট ও নিজেদের জিনিস পত্র নিজেরা ভেঙ্গে আমাদের হয়রানী করার চষ্টো করছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.