সপ্তম ম্যাচে চতুর্থ জয় হলেও ঘরের বাইরে এটাই চেলসির প্রথম জয়। আগের তিনটি ‘অ্যাওয়ে’ ম্যাচের দুটিতে ড্র ও একটিতে হেরে যাওয়া লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজের দলটির পয়েন্ট ১৪।
রোববার চতুর্থ মিনিটেই সেনেগালের ফরোয়ার্ড ডেম্বা বার পাস থেকে চেলসিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার।
৬৮ মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান আইরিশ মিডফিল্ডার অ্যান্টনি পিলকিংটন।
তবে ৮৫ মিনিটে বেলজিয়ান মিডফিল্ডার এডেন হ্যাজার্ড ও পরের মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের গোল জয় এনে দেয় চেলসিকে।
অন্য ম্যাচে সাউথ্যাম্পটন ২-০ গোলে সোয়ানসি সিটিকে হারিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।