আমাদের কথা খুঁজে নিন

   

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মঙ্গলবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের কামাইদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রফিক মাতুব্বর (৪২) ওই গ্রামের বাসিন্দা।
সালথা থানার ওসি মো. আফসারউদ্দিন জানান, গ্রামের রাজ্জাক মাতুব্বর ও শামসু মাতুব্বরের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
মঙ্গলবার বিকেলে রাজ্জাক মাতুব্বর তার লোকজন নিয়ে শামসু মাতুব্বরের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে বচসার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায় । শামসুর সমর্থকদের ধারালো অস্ত্রের আঘাতে রাজ্জাকের চাচাতো ভাই রফিক গুরুতর আহত হন ।
তাকে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, এ ঘটনায় রাজ্জাক মাতুব্বর বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন । পুলিশ এক আসাসিকে গ্রেপ্তার করেছে ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.