আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিপক্ষের হামলায় নাটোরে ৩ জন গুলিবিদ্ধ

উপজেলার বামিহালে গ্রামে শনিবার সকালের এ হামলায় গুলিবিদ্ধ তিনজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারা হলেন- আফজাল হোসেন (৪৫) এবং তার ভাইয়ের সন্তান সোহান আলী (১৬) ও শিল্পী বেগম(৩০)।  
ওই এলাকার জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল কুদ্দুস এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেনের মধ্যে দীর্ঘ দিন ধরেই বিরোধ চলে আসছে।      
সিংড়া থানার ওসি গোলাম হায়দার ফায়জুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সকাল ৬টায় আফজাল হোসেন (৪৫) তার বাড়ির উঠানে বসে ছিলেন। এসময় কুদ্দুস তার সমর্থকদের নিয়ে আচমকা গোলাগুলি শুরু করেন।

এতে গুলিবিদ্ধ হন আফজাল, সোহান ও শিল্পী।
তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হয়। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত সোহান বলেছেন, কুদ্দুস দলবল নিয়েই তাদের বাড়িতে হামলা চালায়।
তবে কুদ্দুস এই অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অন্য কেউ এই ঘটনা ঘটাতে পারে।


ওসি ফায়জুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা জব্দ করেছে পুলিশ। তবে, এ ঘটনা নিয়ে এখনো কোন মামলা হয়নি। মামলা পেলে অভিযুক্তদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।  
এর আগেও দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে উল্লেখ করে ওসি জানান, এ সব কারণে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.