আমাদের কথা খুঁজে নিন

   

টিউটোরিয়ালঃ কিভাবে হবেন সুপারহিরো???

পরিবর্তনে বিশ্বাস করি। আমার ছোটবেলায় স্বপ্ন ছিল সুপারহিরো হাল্ক হবার। আমাদের এমনি অনেকের স্বপ্ন থাকে সুপারহিরো হবার। কেউ সুপারম্যান হব, কেউ টারজান, কেউ হাল্ক, ব্যাটম্যান, স্পাইডারম্যান, আরও কত কিছু। যারা আবার একটু বেশী পাকা তাদের ইচ্ছা থাকে দি ইনভিজিবল ম্যান হবার।

আর টেনশন নাই। আপনাদের জন্য সমাধান এসে গেছে... এই টিউটোরিয়ালেই পাবেন সুপারহিরো হবার সহজ উপায়। =p যেনতেন সুপারহিরো নয়, সম্পূর্ণ নতুন এবং আকর্ষণীয় সুপারহিরো। শুধু নিচের ধাপ গুলো অনুসরণ করে আপনিও হয়ে যান সুপারহিরো...সুপারহিরো... সুপারহিরো... ধাপঃ ০১ - পোশাক প্রথমেই মনের মাধুরী মিশিয়ে একটি পোশাক বানিয়ে ফেলুন। সাধারণ পোশাক হলে কিন্তু আপনি কোনদিনই হিরো হিসেবে নাম করতে পারবেন না।

পোশাক হতে হবে অনন্য। আর অবশ্যই ভিলেনের পোশাকের থেকে আপনারটা ভাল হতেই হবে। টিপসঃ ফুলপ্যান্ট এর উপড়ে জাঙ্গিয়া,সার্টের উপর স্যান্ডো গেঞ্জি ইত্যাদি ট্রাই করতে পারেন। এছাড়া ঘাড়ে একটা গামছা জাতীয় কিছু ঝোলালে ভাল হয়। ধাপঃ ০২ - পাওয়ার শুধু পোশাক পড়ে কাল যদি রাস্তায় গিয়ে লোকজনকে বলেন যে আপনি সুপেরহিরু, তাইলে কিন্তু কাম সারছে।

হিরো হওয়া তো যাবেই তার উপর আবার ফ্রি ফ্রি পাগলাগারদ কপালে জুটতে পারে। হিরো হিসেবে নিজেকে প্রমান করতে আপনার লাগবে সুপারপাওয়ার। আজকালকার ভিলেনরা তো আর যেমন তেমন না তাই আপনাকে আর আগের দিনের মত শুধু উড়তে পারা বা প্রচণ্ড শক্তিধর হলেই হবে না, আপনার চাই বিশেষ কিছু। টিপসঃ আয়রনম্যান টাইপ শক্তিশালী বর্ম পড়তে পারেন যা গুলি, কামান, ট্যাঙ্ক কেন পারমাণবিক বোমাতেও কিছু হবে না। সাথে যদি কিছু ব্যাটম্যান টাইপ অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্র যোগার করতে পারেন তাহলে তো কথাই নেই।

ধাপঃ ০৩ - পরিবহণ যদি আপনার পোশাক আপনাকে বহন করতে না পারে, মানে যদি আপনাকে গাড়ি জাতীয় কোনকিছু ব্যাবহার করতে হয় তাহলে সেটা হতে হবে গাড়ি+জাহাজ+স্পেসশিপ এর শঙ্করজাতের কিছু। গতি হতে হবে বিদ্যুতের মত, রঙ আপনার পোশাকের সাথে মিলিয়ে করতে হবে। ধাপঃ ০৪ - গোপনীয়তা সুপারহিরো হতে হলে আপনাকে অবশ্যই একটি গোপন পরিচয় রাখতে হবে। শান্ত শিষ্ট - বোকাসোকা টাইপ একটি ছদ্ম পরিচয় বানিয়ে ফেলুন। সাথে থাকতে হবে একটি গোপন আস্তানা।

ভিলেনের আস্তানার মত নোংরা বা ভয়ঙ্কর চেহারার আস্তানা হলে কিন্তু আপনার খাওয়া নাই। আস্তানা হবে ফাইভ স্টার হোটেলের মত। সেখানেই একটি গোপন বাক্সে আপনার সুপেরহিরোর পোশাক লুকিয়ে রাখতে হবে। কেউ যেন দেখে না ফেলে... ধাপঃ ০৫ - লোগো একটা ইউনিক লোগো আপনার লাগবেই। এই ব্লগেই পাবেন অনেক লোগো ডিজাইনার ব্লগার।

সাহায্য চেয়ে পোস্ট দিতে পারেন। লোগোটা আপনার পোশাক, এবং যানবাহনে (যদি থাকে) অবশ্যই থাকতে হবে। ধাপঃ ০৬ - ভিলেন ভিলেন ছাড়া হিরো!!! অসম্ভব। তাই আপনার লাগবে একজন ভিলেন, যেনতেন নয় একদম সুপারভিলেন। মনে রাখবেন একজন শক্তিশালী ভিলেন-ই পারে একজন সুপারহিরোকে জনপ্রিয় করতে।

ধাপঃ ০৭ - নায়িকা লজ্জার কিছুনাই ভাই... এত কষ্ট করে দেশ, মানবজাতি, পৃথিবী রক্ষা করবেন আর একটা নায়িকা যোগার করতে না পারলে আপনি আবার কিসের হিরো??? অতঃপর নেমে পড়ুন অন্যায়ের প্রতিবাদে, ধিসুম... ধিসুম... বিঃদ্রঃ কারো মাথায় আরও কিছু টিপস এসে গেলে বলে জাবেন প্লিজ, যোগ করে দেব। উৎসর্গঃ এই দেশের মানুষদের যাদের একজন সুপারহিরো খুব দরকার এইসব নর্দমার কীটদের হাত থেকে দেশটাকে বাঁচাতে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।