আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ ছাড়ার হুমকি দিলেন সৈয়দ আশরাফ

লাইনে আসুন, নইলে........... আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আওয়ামীলীগ ত্যাগ করার হুমকি দিয়েছেন। আজ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুমকি দেন। সৈয়দ আশরাফ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আজ মহা সমাবেশে যোগ দানকারী সকলকে পাঁচশত টাকা ও এক পেকেট বিরিয়ানী দেয়ার অংগীকার করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী, অসংখ্য ডক্টরেটধারী এবং দেশপ্রেমিক নাম্বার ওয়ান, গণতন্ত্রের মানস কণ্যা, দক্ষিণ এশিয়ার শান্তির দুত, জাতিসংঘে শান্তির ফর্মূলা দানকারী, শান্তিতে নোবেল প্রাইজের দাবিদার জননেত্রী পরম শ্রদ্ধেয়া এবং চরম কথক ডঃ (৯ বার), আলহাজ্ব শেখ হাসিনা। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমাবেশে উপস্থিত ছিলাম। কিন্তু না পেয়েছি টেকাটুকা, না পেয়েছি বিরিয়ানী।

’ ক্ষুব্ধ কণ্ঠে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধু যেমন বলেছিলেন ৭ কোটি কম্বলের মধ্যে আমার কম্বল কই তেমনি এখন আমিও জানতে চাই আমার টেকাটুকা আর বিরিয়ানী গেল কই? তিনি বলেন, ‘অন্য দলে সাধারণ সম্পাদকরা পায় সোনার খনি, তামার খনি। আর আমি পেয়েছি চোরের খনি। ’ দেশের চলমান রাজনীতি নিয়ে গভীর হতাশা বেক্ত করে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ বলেন, কেউ কথা রাখেনি। তেত্রিশ বছর কেটে গেল। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি প্রধান মন্ত্রী ভাষাকন্যা গনতন্ত্রের মানসকন্যা জননেত্রী ড. শেখ হাসিনার প্রতি আহ্বান জানাই, তিনি যেন আমার পাঁচশত টাকা ও এক পেকেট বিরিয়ানীর বেপারটি ফয়সালা করে দেন কারণ প্রধান মন্ত্রী এর পুর্বে সাগর-রুনির হত্যাকান্ড তদন্ত তদারকির ভার নিজের কাধে তুলে নিয়েছেন।

আকরাম খান পদত্যাগ করার পর তিনি এ বিষয়ে ফয়সালা করতে এগিয়ে এসেছেন। শিশু মেঘের দায়িত্ব নিয়েছেন। কাজেই আমার দায়িত্বও তাকে নিতে হবে। তিনি দেশের সকলের প্রধান মন্ত্রী, সবার সমস্যা তাকে মিটমাট করে দিতে হবে। আমি সুবিচার চাই।

তিনি আরও বলেন, এই ভাবে রাজনীতি করে যাওয়া তার পক্ষে আর সম্ভব নয়। সৈয়দ আশরাফ আবেগঘন কণ্ঠে বলেন, আমাকে আমেরিকায় বঙ্গবন্ধুর পুত্র জয়ের ফাইফরমাশ খাটতে যেতে হয়। তার বাজার করে দিতে হয়। তাকে টেকাটুকা বুঝিয়ে দিয়ে আসতে হয়। বঙ্গবন্ধুর মেয়ে পুতুলের ফাইফরমাশ খাটতে হয়, বাচ্চা-কাচ্চাদের স্কুলে নিয়ে যেতে হয় অথচ আমি না পাই কম্বল, না পাই টেকাটুকা, না পাই বিরিয়ানী।

আমি আওয়ামীলীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিব। হো.মো.এরশাদ নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আয়োশীলীগ ছেড়ে জাতীয় পার্টিতে যোগ দিতে চাইলে আমি তাকে স্বাগত জানাব। এ বেপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সৈয়দ আশরাফ না পাওয়ার বেদনা থেকে এসব বলছেন। নাসিম বলেন, উনি কেন টেকাটুকা পাননি বা বিরিয়ানী পাননি, আমি বলতে পারব না। তবে আমি একহাজার টাকা আর দুই পেকেট বিরিয়ানী পেয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.