নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!!
আমি আওয়ামীলীগ। সদা সরব। মুক্তিযুদ্ধের চেতনার বুলি কপচাতে কপচাতে চোয়ালের পেশী ক্ষয়ে গেছে, ফেনাভর্তি মুখগহ্বর। তবে এসবই কথার কথা। আসল কথা আমি ক্ষুধার্ত।
সর্বগ্রাসী একটি হা করা চোয়াল নিয়ে চষে বেড়াচ্ছি সোনার বাংলা।
আমি খাব। আরো খাব। ইট খাব, বালু খাব, নদী খাব, সড়কে বাঁশ পুতে টোল খাব, কৃষকের গোলার ধান খাব, রাস্ট্রীয় কোষাগারের সমুদয় অর্থ লুটে পুটে খাব। শুধু তাই নয়।
সুযোগ পেলে নিরীহ মানুষের রাতের ঘুম খাব, অবলা নারীর ইজ্জত খাব, ভদ্রলোকের সম্মান খাব, সবই খাব।
সম্মিলিত ভোজে যাতে ব্যাঘাত না ঘটে তাই আজে বাজে কথা ও কাজ লোক সমাজে ছড়িয়ে দিয়ে জাতির চোখ-কানকে ব্যস্ত রাখব। দেশ জুড়ে তাই এখন মেহনাজের একান্ত কথামালা!
ভিন্ কোন কথা বা কাজ নজরে এলেই আমার রক্তচক্ষু শাঁসিয়ে উঠবে। চুপ কর্। ব্যাটা রাজাকার!
আমি আওয়ামীলীগ।
এটাই আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।