ভুলতে গিয়ে তোমায় খুঁড়ে তুলি, মিছেমিছি কানামাছি খেলা, ভাবতে গেলে আহা কি বিছ্ছিরি। তেঁতুল গাছের নীচে ছিলো আঁধারমতো ঘর, ঘরকন্যার খেলায় হতাম আমি টুকুনবর। নন্দি দিদির পেছাব খানার পাশে, বিশ্রী কথার মজার মজমা হতো। বড়ই খাওয়ার ছলে, দিনটা কেমন কেমন যানি যেতো। ভালো করে পরতে গিয়ে পাটের ছাপা শাড়ি, ভুলের মতো ইচ্ছে করেই খুলে ফেলেছিলে। তোমার বুকে দেখিয়ে সেদিন সবুজ গাছের সারি, সারারাতে আমার শীতের নিদ্রা কেড়ে নিলে। খড়ের ঘরের পাশে তোমার যাবার কথা ছিলো, সেদিন আমার চিরদিনই মিছেমিছি গেলো। আমার বুকের মুকুরঘর মঞ্জুষাতে ভরে, তুমি গেলে শীতলটিলার হিংসাধরা ঘরে। ভুলতে গিয়ে তোমায় খুঁড়ে তুলি, মিছেমিছি কানামাছি খেলা, ভাবতে গেলে আহা কি বিছ্ছিরি। ২৬-০৪-১৯৭৭
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।