আমাদের কথা খুঁজে নিন

   

মিছে হলো পণ

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

মিছে হলো পণ একদা নিশীথে আমি করেছিনু পণ, ভালবেসে ভুল করে সঁপিবোনা মন। হেরেছিনু যবে তোমায় নয়নে প্রথম, ভেবেছিনু সবই মোর চোখেরই ভ্রম। সেই থেকে দিবানিশি কার যেন মুখ, দূরে থেকে কেড়ে নিল জীবনের সুখ। আজ আমি পণ ভুলে খুঁজি শুধু তারে, একবারও ভুল করে আসে যদি দ্বারে। সেই মুখ সেই চোখ মিষ্টি সে হাসি, মনে মনে তারে আমি খুউব ভালবাসি। বাতায়নে চোখ মেলে বসে একা একা ভাবি আমি এই বুঝি পাব তার দেখা। দিন যায় মাস যায় বছর আসে ঘুরে, দেখা নেই তবুও সে থাকে মন জুড়ে। এই বুঝি ভালবাসা ঠাঁই যার হৃদয়ে, ভাললাগা কিছু মুখ থাকে স্মৃতি হয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।