আমি অতি সাধারন
ঘুমহীন রাত ,
বাকরুদ্ধ আমি ,
বিষাক্ত এক সকাল ।
ধুলোহীন ভাঙ্গা রাস্তায় ,
পথহীন আমি ,
হাঁটছি একা ,
উদ্দেশ্যহীন ।
চুলগুলো এলোমেলো ,
শার্টের বোতাম খোলা ,
ঘুরছি আর ঘুরছি ,
পকেট ফাঁকা ,
আজব শহর ,
যান্ত্রিক নগর জীবন ,
সবাই এক রকম ।
লজ্জাহীন,
অর্থহীন,
আস্থাহীন
অসুস্থতা ,
মৌনতা ,
বিষণ্ণতা ,
অপরাধপ্রবনতা।
ভালো সাজার বিশাল চেষ্টা ,
হচ্ছেনা কিছু ,
সব কিছুই মিছে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।