ছবি- নেট সে যেন আমায় নিয়ে করে না আর রং তামাশা। অধীর হয়ে চেয়ে ছিলেম নিজের প্রাণেই কষ্ট দিলেম; পেলামনা তার মধুর দর্শন কাটিয়ে দিলেম বৃথায় জীবন জোটল শুধু ঘোর হতাশা। কষ্টে কেষ্ট মেলে না এখন সাধনে না হয় সিদ্ধিসাধন; ভেজাল সোনায় অলংকার গড়ে। মনের সকল গোপন ব্যথা মনের গহীনেই সুপ্ত যখন গোপনে গহীনে কাব্য করে। অযাচিতের এই মনটা যখন বড্ড প্রেমে মত্ত কেমন; স্বপ্ন সুখের মহল গড়ে। সে যেন আমায় নিয়ে করে না আর রং তামাশা। মিছে প্রেম মিছে আশা মিছে তুমি ,মিছে সকলই ভালবাসা !! ছবি-নেট
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।