ভালো লাগে লিখতে তাই লিখি..............
হৃদয় কোঠরে প্রতিটি প্রহরে লীলা খেলা
জীবনকালের কক্ষপথে হঠ্যাৎ মিলে দেখা
অতল স্পশী মনকে ছুঁয়ে
ভেঙ্গে চূড়ে করে ব্যকুল ও একা
উদাসী মনের আকাশে বিষন্ন মেঘের ঘনঘটা
ক্ষণিকের ভাললাগা আর সুখানুভূতিকে দিয়ে
বর্ষিত করে অবিরত কষ্টের জলধারা ।
হৃদয় মন্দিরে দেবতা রূপে ঠাই দিয়ে করি আত্বসমপন
পুজো করি দৈনিক , করি আর্চনা
তবু প্রকৃতি নিয়ম ভাঙ্গে মন সারাক্ষন ।
তবে, মিছে কি দেবতা মনের? মিছে এই আরাধনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।