আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম বিশ্বাস অন্ধ,বিশ্বাস তুমি -অন্ধকারের প্রতিভূমি ঘুমে অন্ধ,জাগ্রত তুমি-ভুলেভারের সপ্নতুমি দখিনা শিহরনে জাগবে তুমি একদিন সেদিন চিনবে আমায় ক্ষমা অমলীন ভাসবে তুমি অন্ধকারে বুঝবে তবে তুমি মোরে পারবে না তুমি কিছু করতে পরে দুঃখ-গ্লানি ঘিরে ধরবে শূন্য তোমারে যদি তুমি বৃস্টিকে ভালবাস বৃস্টিও ঘৃনা করবে তোমারে যদি চাঁদকে নিয়ে তুমি ভাবো মেঘ ঢেকে দিবে সেই চাঁদনী রাতে ধিক্কার তোমার চলার পথে কাঁদবে তুমি এই বৃস্টি ভেজা রাতে -)) (২৪-৬-২০০৮)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।