কলপনার মাঝে ভেসে আছি
অনবরত বৃষ্টিধারা দুই নয়নে সৃষ্টি করে
যাও যদি চলে যেতে
বহু দূরে
আর যদি না চাও
পিছনে ফিরে যেতে
তবে সে কষ্ট পেলেও
বলবে না তোমাকে
আসতে ফিরে
তবু জেনে রাখ
যখন তুমি চাইবে তাকে সে আসবে আবার
সমুদ্রের স্রোতের মত পিছু ফিরে
সে দুহাত বাড়িয়ে থাকবে অপেক্ষায়
তোমার পানে চেয়ে
আবার দীর্ঘ রোদের মত
দেও যদি তার হৃদয়ে আঘাত
সে বলবে না তবুও
কিছু তোমায়
কারন সে পারবে না ভুলতে তোমায় কোনদিনও
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।