আমাদের কথা খুঁজে নিন

   

পারবে কী দিতে

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

আমি শরতের আকাশে একরাশ মেঘ দেখেছিলাম। ভেবেছিলাম তুমিও তাদের সাথে পাখী হয়ে উড়বে। আমি জোসনা রাতে দীঘির জলে চাঁদের ছায়া দেখেছিলাম। ভেবেছিলাম তুমিও জোনাকী হয়ে জ্বলবে, চাঁদের ছায়াকে ম্লান করে দেবে। আমি বনে বনে কৃষ্ণচূড়া-পলাশ-শিমুল ফুটতে দেখেছিলাম।

ভেবেছিলাম তুমিও আমার জন্য একটা গোলাপ ফোটাবে। আমি যৌবনের শিষ্টাচার ভুলে বৈশাখের এক দূরন্ত ঝড়ে আমার ঠিকানা হারিয়েছিলাম। ভেবেছিলাম ঝড় থেমে গেলে তুমি আমাকে আশ্রয় দেবে। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে যখন আমি বর্ষার অপেক্ষায়, মরু মনটা যখন শুকনো পাতার মত ভঙ্গুর- ঠিক তখনই ভালবাসার এক অমৃতপাত্র পরম বিশ্বস্ততায় তুমি আমার হাতে তুলে দিলে। আমার হাত ছুঁয়ে বললে, মেঘ-পাখী-চাঁদ-জোসনা-কৃষ্ণচূড়া-পলাশ সবইতো স্বপ্নের কথা।

আমাকে অমন করে স্বপ্ন দেখিও না। আমি এখন জেগে আছি, আর স্বপ্ন দেখতে চাইনা। বাস্তবের কঠিন মোড়কটা এবার তুমি খুলে দাও। স্বপ্ন দেখার ঘুমটুকু কেড়ে নাও। তুমি শুধু বলো, আমি তোমার কাছে আছি।

তুমি আর আমি এখন শুধুই বাস্তব- ঘুম নয়, স্বপ্ন নয়। আমি আর তোমার কবিতার উপমা হতে চাইনা। এখন বসন্ত, ভালবাসার দিন। কবিতার উপমা নয়, ছন্দের চাতুর্য নয়- হৃদয়ে আজ বসন্তের উষ্ণতা চাই। পারবে কী দিতে?


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.