জন্মের প্রয়োজনে আমি ছোট হয়ে ছিলাম, বড় হচ্ছি মৃত্যুর প্রয়োজনে ........................। যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্ররা দুর্বার সংগ্রাম করে জিন্নাহ্-আইয়ুব-ভুট্টো-ইয়াহিয়া-এরশাদের মতো জগদ্দল পাথরদেরকে হটিয়ে দিয়ে দেশ স্বাধীন করেছিলেন কিংবা গণতন্ত্র উদ্ধার করেছিলেন, সেই ঢাবি-ঢাকা কলেজের সর্বসাম্প্রতিক প্রজন্মের সোনার ছেলেরা সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয় রেস্তোরাঁয় বসাকে কেন্দ্র করে, বাসে ফ্রি যাতায়াতকে কেন্দ্র করে কিংবা কোনো মেয়েকে কেন্দ্র করে! কেবল সংঘর্ষেই লিপ্ত হয় না, প্রক্টর-ট্রক্টরদের নাকে ঘুষা মেরে নাকের বারান্দাও ফাটিয়ে দেয়, দুচারটাকে মেরেও ফেলে! বাজারে সোনার ভরির দাম হুহু করে বাড়ছে, আর সোনার ছেলেদের প্রাণের দাম কুকু করে নামছে! কেন নামছে? কারণ এরা গত ষাট বছরের স্বর্ণালি ইতিহাস এরা শেখেনি কিংবা এদেরকে শেখানো হয়নি। এই রামছাগলদের কাছে রাজনীতি মানে কেবল 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু'/ 'স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লও সালাম' কিংবা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার'; আর ইতিহাস মানে 'বাহান্নো সালে মুক্তিযুদ্ধ (!) হয়েছে, একাত্তরে ভাষা আন্দোলন (!) হয়েছে' এইটুকু। নীলক্ষেতের রামছাগলেরা, ঘরে ফিরে যাও, নীলক্ষেতে কাঁঠালগাছ নেই। *ফেসবুক গ্রুপ amra abbu ammu k kosto dite chai na....tai nijerai patro/patri thik kore felsi. .. সৌজন্যে ও আখতারুজ্জামান আজাদের ফেসবুক স্ট্যাটাস থেকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।