নীলক্ষেতের বই ব্যবসায়ীদের সাথে ঢাবির এ এফ রহমান হল ছাত্র লীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে বই ব্যবসায়ীদের হাতে ১৫ জন ছাত্র আহত হয়েছে । আহতদের মধ্যে ৩ জনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল এবং অপর ৪ জনকে ঢাকা মেডিকেল হাসপাতে ভর্তি করা হয়েছে। । ।
.
আজ বিকাল ৫ টার সময় কয়েকজন ছাত্রলীগ কর্মী বই কিনতে গেলে তাদের সাথে ব্যবসায়ীরা দুর্ব্যবহার করলে এই সংঘর্ষ বাধে।
জানা যায় , এএফ রহমান হলের ১ম বর্ষের ছাত্রলীগ কর্মী সিফাত সহ কয়েক জন ছাত্র বই কিনতে গিয়ে দামাদমি করতে চাইলে উক্ত ব্যবসায়ী তার সাথে দুর্ব্যবহার করে । তার বন্ধুরা প্রতিবাদ করতে চাইলে কয়েকজন ব্যাবসায়ী মিলে ছাত্রদের বেধড়ক মারধর করে রক্তাক্ত করে। খবর পেয়ে হলের ছাত্রলীগ কর্মীরা জডো হয়ে ঘটনাস্থলে গেলে বড় ধরনের সংঘর্ষ সৃষ্টি হয়। দীর্ঘণ ধরে ব্যবসায়ী ও ছাত্রদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল বিনিময় হলেও নীলতে থানা পুলিশ এগিয়ে আসেনি বলে অভিযোগ করেন প্রত্যদর্শীরা।
ছাত্রদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে ব্যাবসায়ীরা দোকান ছেড়ে পালাতে থাকলে ছাত্ররা কয়েকটি দোকানের আসবাব পত্রে আগুন ধরিয়ে দেয় । পরে শাহবাগ ও নীলতে থানা পুলিশের যৌথ হস্তেক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
গুরুতর অহতদের মধ্যে তপু , সুমন , সৈকত ,সোহাগ , পলাশ , সিফাত ও রাজুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
ঘটনাস্থলে উপস্থিত এএফ রহমান হলের ছাত্রলীগ সভাপতি ফারুক অভিযোগ করে বলেন , নীলেেতর ব্যবসায়ীরা ঢাবি ছাত্রদের সাথে প্রায়সময় দুর্ব্যবহার করে। কিন্তু প্রশাসন কোন প্রতিকার মুলক ব্যবস্থা না নেয়ার কারণে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে ।
এ অবস্থ চলতে থাকলে সাধারন ছাত্ররা আর সহ্য করবে না।
ব্যাবসায়ীদের অভিযোগ,ছাত্রলীগ নেতারা দীর্ঘদিন যাবত চাদা দাবি করে আসছিল। মুলত ছাত্রলীগ সেই কারণে দোকানে হামলা চালিয়ে লুট-পাট করে।
ঘটনা ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রক্টোর কেএম সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নীলক্ষেতের ব্যবসায়ীরা শুধু ছাত্রদের সাথে নয় , বরং শিক্ষকদের সাথেও দুর্ব্যবহার করে থাকে। যার কারণে বার বার সংঘর্ষের ঘটনা ঘটছে।
তবে আমরা ছাত্রদের নিয়ন্ত্রনে রাখছি।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান , খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনা স্থলে উপস্থিত হয়েছি । পুলিশের হস্তেেপ পরিস্থিতি এখন নিয়ন্ত্রনে এসেছে। আশংকা এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।