আমাদের কথা খুঁজে নিন

   

পাটা আর পুইতা যুদ্ধ করে মাঝখানে মরিচ ঠান্ডা

A candle loses nothing if it is used to light another one. আখন আবার সবাই বলতেছে সমাবেশ সফল হোক আর ও কত কি?আবার আজকের বিরোধী দল খমতায় যাবে তখন আজকের সরকার আগামীদিনের বিরোধী দিল।কিছু কাল আগে আজকের সরকার কত আন্দোলন করছে বর্ত্ মান বিরোধী দলের বিরুদ্ধে কিন্তু ইয়াজ উদ্দিন তো তখন নামেন ই নাই।কত কারফিউ কত পুলিশ কিসুতেই কিছু হয় না।এখনকার অবস্থা আরো এগিয়ে, এবার অবস্তা দেখে মনে হয় দেশে যুদ্ধ চলতেছে।তাই বলি দয়া করে এই দুই রানীর আর কোন প্রশংসা কইরেন না।যথেষ্ট হয়ছে আর যথেষ্ট বুজঝি। আল্লাহ এর কাছে সারাখন এই দোয়া করি আল্লাহ এদের হাত থেকে এবার উদ্ধার কর আর আমরা পারতেছি না এই পাটা আর পুইতার যুদ্ধে মাঝখানে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।