আমাদের কথা খুঁজে নিন

   

দুদকের চেয়ারম্যান হওয়ার বুকের পাটা কার ?

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই

কিছুক্ষণ আগে বাংলাভিশন চ্যানেলে একটি টকশো দেখলাম। ড. মহিউদ্দিন খান আলমগীর দুদকের সাবেক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরীকে তুলোধুনো করলেন। টিভি ক্যামেরার সামনে যখন দুদকের চেয়ারম্যানের বিপক্ষে সরকারের দায়িত্বশীল কোন ব্যক্তি বিষোদগার করতে থাকেন, তখন দুদক চেয়ারম্যান পদটি বিতর্কিত হয়ে পড়ে। দুর্নীতিবাজরা আস্কারা পায়। হাসান মশহুদ যদি কোন অন্যায় কাজ করে থাকেন, তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হোক।

তার বিরুদ্ধে মামলা হোক, তার বিরুদ্ধে তদন্ত করে তাকে শাস্তি দেয়া হোক। কিন্তু একজন হাসান মশহুদকে সাইজ করতে গিয়ে দুদকের ভাবমূর্তি নষ্ট করে ফেললে সেটা চরম সর্বনাশের ব্যাপার হবে। দুর্নীতি ঠেকানোর আর কোন পথ থাকবে না। হাসান মশহুদ তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা করেছেন এবং দেশকে রাজনীতিমুক্ত করতে চেয়েছেন - এই অভিযোগ বেশ পুরোনো। এই এক জায়গায় বিএনপি আওয়ামী লীগের ভেদরেখা মিশে যায়।

সব শেয়ালের এক রা - এর মতো তারা একটি বিষয়ে একমত। দেশের কত গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা যাচ্ছে তারা একমত না হওয়ার কারণে। কত বছর তারা ঝগড়াঝাটি করে এই দেশটাকে কেবল পেছনে ঠেলে নিয়ে গেছেন। কিন্তু যখনই তাদের স্বার্থের ব্যাপার এসেছে তারা একাট্টা হয়েছে। যেমন : বিনা শুল্কে গাড়ি আমদানির ব্যাপারে তারা একাট্টা।

মন্ত্রী এমপির বেতন ভাতা বাড়ানোর সময় তারা একাট্টা। দুদকের চেয়ারম্যানকে ভাগানোর সময় তারা একাট্টা। তারা সময় সময় একাট্টা হন, যখন দেশের কোন স্বার্থ থাকে না, স্বার্থ থাকে কেবল নিজের। তাদের সেই ব্যক্তিগত স্বার্থেই তারা আবারও একাট্টা হয়েছেন। এই অবস্থায় দুদকের চেয়ারম্যান হওয়ার মতো বুকের পাটা কার ? কারো নাই।

কোন পদলেহী লোক ছাড়া কেউ দুদকের চেয়ারম্যান হতে যাবে না। এই অবস্থা চলতে থাকলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে সেটা নিশ্চিত। মাসআল্লাহ, আমাদের কলংক তিলক আমরা আবারও ফিরে পাচ্ছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.