ঈমানের একটি বড় সর্ত হলো বিশ্বাস, কই যাই বিএনপি হেফাজত ও অন্যদের কথা বিশ্বাস করলে রাজাকার আর আওয়ামি ও বামদের কথা বিশ্বাস করলে নাস্তিক, এই পাটা পুতার পিষা পিষিতে আম জনতার অবস্তা কি কেঊ কি এক বার ভাবছে? ভাই বুদ্ধি চাই রাজাকার হব না নাস্তিক হব? বর্তমানে দেশের যে আবস্হা তাতে কেউ বিএনপি বা জামাত কে সার্পোট করলে সমালোচকরা বলে এদের পাকিস্তান পাঠেয়ে দিতে দেশে এদের ঠাই নাই। আওয়ামিলীগ ও বাম দলের সার্পোট করলে উপদেশ দেয়া হয় ভারত যাবার। বর্তমান দেশের অবস্থাতে তো দেশে থাকার মত পরিবেশ ও ভবিষ্যত দেখতে পারছি না। আমাগো কি মাফ কইরা দেওয়া যা না। একটু শান্তিতে থাকতে চাই। সরকার, বিরোধী দল, মন্ত্রি, আমলা সবার কথা শুনলে মনে হয় এরা সারাদেশের জনগনকে পাগল ভাবেন। আর এই আবস্হাতে আমি ভাবছি পাবনাতে যে মানুষিক রোগী গুলা বসবাস করছে তারা আমদের থেকেও অনেক ভাল আছে। তাই আজ আমি ভাবছি স্বেচ্ছা কারাবাসের মত স্বেচ্ছা পাবনা বাস গ্রহন করব। মাফ ও চাই দোয়া ও চাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।